পরিচিত পরিবেশ। ২২ গজের উইকেটের প্রতিটি জায়গাই পরিচিত। কোথায় বল পরলে কতটা ঘুরবে, কতটা বাউন্স নিবে, ফ্রন্ট ফুটে, না ব্যাক ফুটে খেলতে হবে- মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, নাঈম হাসানরা বেশ ভালো করেই জানেন। এই জানাটাকে আরও ভালোভাবে রপ্ত করতে গতকাল সন্ধ্যায় মুমিনুলের নেতৃত্বে টাইগাররা পা রেখেছেন চট্টগ্রামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের…