শিরোনাম
সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

আরব মেয়ে জাবেয়ারের মাদ্রিদ জয়

ক্রীড়া ডেস্ক

আরব মেয়ে জাবেয়ারের মাদ্রিদ জয়

আরব দেশ তিউনিসিয়ার মেয়ে ওনস জাবেয়ার। আরব মেয়েরা টেনিসে এতদিন বেশ পিছিয়েই ছিল। তবে ওনস জাবেয়ার পথ দেখাচ্ছেন তাদেরকে। নতুন নতুন উচ্চতা স্পর্শ করছেন তিনি টেনিস কোর্টে। প্রথম আরব মেয়ে হিসেবে জয় করলেন ডব্লিউটিএ ১ হাজার সিরিজের কোনো টুর্নামেন্ট। শনিবার মাদ্রিদ ওপেনের ফাইনালে তিনি তিন সেটের লড়াইয়ে ৭-৫, ০-৬, ৬-২ গেমে হারিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়ে জেসিকা পেগুলাকে। ওনস জাবেয়ারের ক্যারিয়ার ১০ বছর আগে শুরু হলেও সফলতা পেতে বেশ সময় লেগেছে। প্রথমবার ডব্লিউটিএ ট্রফি জিতেন তিনি গত বছরের জুনে। বার্মিংহ্যাম ক্ল্যাসিকের ফাইনালে পরাজিত করেন রাশিয়ার ড্যারিয়া কাসাতকিনাকে। এরপরই জিতলেন মাদ্রিদ ওপেন। দারুণ এ জয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন জাবেয়ার। পাশাপাশি র‌্যাঙ্কিংয়েও উন্নতি হচ্ছে তার। নতুন তালিকায় উঠে যাবেন আট নম্বরে।

সর্বশেষ খবর