সোমবার, ৯ মে, ২০২২ ০০:০০ টা

আর্চারিতে বাংলাদেশ ভারত ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

আর্চারিতে বাংলাদেশ ভারত ফাইনাল

রকার্ভ পুরুষে খেলছেন রোমান সানা, হাকিম আহমদ ও আবদুর রহমান

আর্চারিতে আবারও সোনা জয়ের হাত ছানি বাংলাদেশের। ইরাকের সুলাই মানিয়ারে অনুষ্ঠিত এশিয়া কাপ স্ট্রেজ-টু টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ ও নারী দলগত ইভেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুটি ইভেন্টে প্রতিপক্ষ ভারত। রিকার্ভ পুরুষে খেলছেন রোমান সানা, হাকিম আহমদ ও আবদুর রহমান। নারী বিভাগে দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় লড়ছেন। গতকাল পুরুষ বিভাগে সেমিফাইনালে টাইব্রেকারে ইরানকে হারিয়েছে ৫-৪ সেটে। প্রথম সেটে ইরান এগিয়ে থাকলেও পরের দুই সেটে ৫৬-৫৫, ৫৬-৫৪ পয়েন্টে বাংলাদেশ জিতে যায়। চতুর্থ সেটে ইরান জিতলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত শুট-অফে জিতে ফাইনাল নিশ্চিত করেন রোমান সানারা। নারী বিভাগের সেমিতে ৫-১ সেটে উজবেকিস্তানকে হারায় বাংলাদেশ। ১১ মে ফাইনাল  অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর