বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

আন্তর্জাতিক টিটিতে প্রথম শিরোপা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক টিটিতে প্রথম শিরোপা বাংলাদেশের

মালদ্বীপে ইতিহাসই গড়ল বাংলাদেশ টেবিল টেনিস দল। দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল  টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব-১৯ দলগত ইভেন্টে সোনার পদক জয় করেছে বাংলাদেশ। পাকিস্তান, মালদ্বীপ ও নেপালকে হারিয়ে আগেই সোনার পদক জেতার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন রামহিম লিয়ন বম, মুহতাসিন আহমেদ ও নাফিস ইকবালরা। গতকাল শ্রীলঙ্কাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেরা হয় বাংলাদেশ দল। আগেরদিন পাকিস্তানকে ৩-০, স্বাগতিক মালদ্বীপকে ৩-১ এবং নেপালকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ।

প্রথমবারের মতো টেবিল টেনিসের এ টুর্নামেন্টে  সোনার পদক জয় করল বাংলাদেশ। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ছিল রূপার পদক জয়। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যান্ড ক্যাডেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনাম সুলতানা ও মৌমিতা আলম জুটি বালিকা দ্বৈতে রূপার পদক জিতেছিলেন। এর প্রায় ১৯ বছর পর আরেকটি সাফল্য নিয়ে এলো বাংলাদেশের টেবিল টেনিস খেলোয়াড়রা। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে কঠোর অনুশীলন করেছে টেবিল টেনিস দল। মালদ্বীপে পরিশ্রমের স্বীকৃতিই পেল টেবিল টেনিস কোচ মোহাম্মদ আলীর শিষ্যরা।

সর্বশেষ খবর