বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে ‘ছক্কা’ নাঈম

গাইবান্ধা প্রতিনিধি

ব্যতিক্রমী উদ্যোগের সঙ্গে ‘ছক্কা’ নাঈম

দেশের হতদরিদ্র ও শারীরিকভাবে অক্ষম মানুষদের ‘আমৃত্যু খাদ্য সহায়তা’ করতে ব্যতিক্রমী এক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তারকা ক্রিকেটার ‘ছক্কা’ নাঈম। ‘ফাস্ট ফর হাঙ্গার সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন খাদ্য সহায়তার কাজটি করছে। জামালপুর, শেরপুর, বগুড়া, সিলেট, কুড়িগ্রামের পর এবার গাইবান্ধায় প্রকল্পটি চালু হলো। গতকাল গাইবান্ধায় ‘ফাস্ট ফর হাঙ্গার সোসাইটি’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাঈম ২২টি পরিবারকে সহায়তা কার্ড ও খাদ্য সামগ্রী তুলে দেন।  নাঈম ইসলাম জানান, ‘ফাস্ট ফর হাঙ্গার সোসাইটি’ দেশের কর্মঅক্ষম, অসহায়, হতদরিদ্র মানুষদের সারা জীবনের জন্য খাদ্য সহায়তা দেওয়ার কাজ শুরু করেছে ২০১৬ সালে। হঠাৎ এক দিনের জন্য সহায়তা না করে সারা জীবনের জন্য মানুষকে সহায়তা করার উদ্যোগের প্রশংসা করে তিনি সমাজের অনুভূতিপ্রবণ মানুষকে এ কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংগঠনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আইনজীবী রাফিউল ইসলাম বলেন, এ পর্যন্ত ১৮০ ব্যক্তিকে ৩ লাখ ৮৫ হাজার বেলার খাবার সহায়তা আমরা করতে পেরেছি। আমাদের লক্ষ্য ১০ লাখ বেলার খাদ্য সহায়তা করা।

সর্বশেষ খবর