বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

এবার পারবে এসি মিলান?

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান সিরিএ লিগে দীর্ঘদিন আধিপত্য বিস্তার করেছিল জুভেন্টাস। গত মৌসুমে সেই আধিপত্য শেষ হয়েছে তাদের। ইতালিয়ান শীর্ষ ফুটবল লিগ গতবার জয় করেছিল ইন্টার মিলান। চলতি মৌসুমে এসি মিলানের দারুণ সম্ভাবনা আছে লিগ শিরোপা জয়ের। ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে তারাই শীর্ষে আছে। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইন্টার মিলান। দুই দলেরই দুটি করে ম্যাচ বাকি। এসি মিলান পরের দুই ম্যাচে মুখোমুখি হবে আটলান্টা (লিগে ৮ নম্বর) ও সাসুলোর (লিগে ১১ নম্বর)। অন্যদিকে ইন্টার মিলান সামনের দুই ম্যাচে মুখোমুখি হবে ক্যাগলিয়ারি (লিগে ১৮ নম্বর) ও স্যাম্পডোরিয়ার (লিগে ১৫ নম্বর)। তুলনামূলক শক্তিশালী দলের মুখোমুখি হবে এসি মিলান। তবে দুই ম্যাচ জিতলেই লিগ শিরোপা ঘরে তুলবে তারা। সর্বশেষ সিরিএ লিগে এসি মিলান চ্যাম্পিয়ন হয়েছে ২০১০-১১ মৌসুমে। সিরিএ লিগে ১৮ বারের চ্যাম্পিয়ন এসি মিলান। এই লিগে সর্বোচ্চ ৩৬ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ১৯ বার লিগ জিতে দুই নম্বরে আছে ইন্টার মিলান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর