শিরোনাম
বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

৫১ দল নিয়ে জাতীয় স্কুল ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

ফিফা সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। কাল থেকে শুরু হবে এ প্রতিযোগিতা। দেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় ৫১টি স্কুলের দল অংশগ্রহণ করবে। প্রতিটি ভেন্যুতে ক ও খ দুটি গ্রুপে লড়াই করবে দলগুলো। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দুই দল খেলবে আঞ্চলিক ফাইনাল। গতকাল বাফুফের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া।

এ সময় বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং ফিফার ফিন্যান্সিয়াল কনসালটেন্ট রফিকুল ইসলাম ছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বিজন বড়ুয়া বলেন, ‘আমরা চেষ্টা করেছিলাম আরও বেশি দলকে প্রতিযোগিতায় নিয়ে আসতে। তবে এরচেয়ে বেশি দল অংশগ্রহণ করতে রাজি হয়নি।’ এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের তারকা ফুটবলার খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান।

সর্বশেষ খবর