বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

রুপাতেই সন্তুষ্ট সানা-দিয়ারা!

ক্রীড়া প্রতিবেদক

রুপাতেই সন্তুষ্ট সানা-দিয়ারা!

রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে চার সোনা জয়ের হাত ছানি। এক ইভেন্টেও হলো না সোনা জয়। ভারতের বিপক্ষে পেরে উঠতে পারেনি। ফাইনালে হেরে রৌপ্য পদক গলায় ঝুলিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের আর্চারদের। গতকাল ইরাকের সুলেমানিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৫-১ সেটে হেরে যায় বাংলাদেশ। রিকার্ভ পুরুষ এককে প্রত্যাশা ছিল রোমান সানা সোনা জিতবেন। ফাইনালে ভারতের মৃণাল চৌহানের কাছে ৬-২ পয়েন্টে হেরে যান।

মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও সোনা জিততে ব্যর্থ হয়েছেন দিয়া সিদ্দিকীরা। ভারতের কাছে ৫-৪ সেটে হেরে যান। আগের দিন কম্পাউন্ড দলগত ইভেন্টে ভারতের কাছে ফাইনালে হারে বাংলাদেশ। রোমান সানা বলেন, যে কোনো খেলায় পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্য কাজ করে। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। ভাগ্য খারাপ থাকায় লক্ষ্য পৌঁছতে পারেনি।

সর্বশেষ খবর