শিরোনাম
বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

কপাল খারাপ বেশি দরকারের সময় পাই না সাকিবকে

ক্রীড়া প্রতিবেদক

কপাল খারাপ বেশি দরকারের সময় পাই না সাকিবকে

পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি। ওয়ানডে সিরিজ খেলে ফিরেছিলেন দেশে। তবে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলতে সম্মত হয়েছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার টেস্ট সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র্র থেকে ঢাকায় ফিরে করোনা পরীক্ষা করেন বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। পরীক্ষায় পরপর দুবার পজিটিভ হয়েছেন সাকিব। এরফলে ১৫-১৯ মে চট্টগ্রামে প্রথম টেস্ট খেলতে পারছেন না দেশসেরা ক্রিকেটার। লঙ্কানদের বিপক্ষে টেস্টে সাকিবের না থাকাকে দুর্ভাগ্যজনক বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আমাদের কপাল খারাপ। আমরা এখন দোয়া করছি সাকিব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। যখনই দলের প্রয়োজন হয়, তখনই তাকে পাওয়া যায় না।’ ওসমানী মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিসিবি সভাপতি মিডিয়ার মুখোমুখিতে এই আক্ষেপের কথা জানান। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ২৩-২৭ মে। বিসিবি সভাপতি জানিয়েছেন, করোনা আক্রান্ত সাকিবের সঙ্গে কথা হয়েছে বলেছেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়েছে। সে জানিয়েছে, ভালো আছে। কোনো সমস্যা বোধ করছে না। ওর না থাকাটা দলের জন্য বড় ধাক্কা।’ সাকিব না থাকলে তার জায়গায় কে খেলবেন? এ নিয়ে সিদ্ধান্ত হয়নি। তার অনুপস্থিতি নিঃসন্দেহে দলের স্পিন বিভাগকে দুর্বল করে দিবে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে স্কোয়াডে রয়েছেন বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান। আঙ্গুলে চিড় ধরায় প্রথম টেস্ট খেলতে পারছেন না অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়েও শক্তি কমবে। অবশ্য অনেকদিন পর জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শততম টেস্টে দারুণ ব্যাটিং করেছিলে মোসাদ্দেক সৈকত। 

সর্বশেষ খবর