শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

মিগেলে স্বস্তি বসুন্ধরার

আবাহনীকে রুখে দিল শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

মিগেলে স্বস্তি বসুন্ধরার

ছবি : কাজী শাহেদ, রাজশাহী

হ্যাটট্রিক শিরোপার পথে এগিয়ে চলেছে বসুন্ধরা কিংস। গতকাল রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে অনুষ্ঠিত টিভিএস পেশাদার ফুটবল লিগে তারা ২-১ গোলে পুলিশকে পরাজিত করে। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে দুবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ঢাকা আবাহনীর হোম ভেন্যুতে পয়েন্ট পেয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। আগের ম্যাচে হারের পর জয়ে ফিরেছে শেখ জামাল ধানমন্ডি। মুন্সীগঞ্জে নিজ ভেন্যুতে তারা ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে। ৬ মিনিটে মুসা মূল্যবান গোলটি করেন। এদিকে প্রথম লেগে জয় পেলেও কুমিল্লায় ঘরের মাঠে ঢাকা মোহামেডান ১-৩ গোলে হেরে যায় সাইফ এসসির কাছে। বিজয়ী দলের আসকর, সানডে ও এমেকা গোলগুলো করেন। মোহামেডানের পক্ষে ব্যবধান কমান জাফর ইকবাল।

কোচ অস্কার ব্রুজোন চাচ্ছিলেন জয়ের আত্মবিশ্বাস নিয়ে এএফসি কাপ শুরু করতে। সেটাই করেছে তার শিষ্যরা। প্রথমার্ধেই দাপুটে খেলে ২-০ গোলে এগিয়ে থাকে। দুটো  গোলই করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। রাজশাহীতে দুই ম্যাচেই জোড়া গোল করলেন। চার ম্যাচে তার গোল সংখ্যা পাঁচ। ১১ ও ৩০ মিনিটে ২ গোল করার পর কিংসের ফুটবলাররা খুব একটা ঝুঁকি নেয়নি। এএফসি কাপ গুরুত্ব দিয়েই ঠাণ্ডা মাথায় খেলেছেন রবসনরা। তারিক কাজী ও দ্বিতীয় লেগে যোগ দেওয়া নুহামারঙকে কোচ বিশ্রামে রাখেন। কিংস যখন ধরেই নিয়েছিল ম্যাচটি জিততে যাচ্ছে তখুনি পেনাল্টি থেকে ব্যবধান কমান পুলিশের ডানিয়েলো অগাস্তো।

এবারে দুর্ভাগ্য ও বিতর্কিত রেফারিং যেন পিছু ছাড়ছে না শেখ রাসেলের। সিলেটে ঢাকা আবাহনীর বিপক্ষে ১-১ গোলে ড্র করলেও যে সুযোগ পেয়েছিল তাতে সহজভাবেই জিততে পারত তারা। নাইজেরিয়ান স্ট্রাইকার ইসমাইল আকিনাদে দুই অর্ধ মিলিয়ে অন্তত ৪টি গোল হাত ছাড়া করেন। ৩৪ মিনিটে মেহেদীর গোলে এগিয়ে যায় আবাহনী। পিছিয়ে থাকা অবস্থায় শেখ রাসেলের মানিক হোসেন লালকার্ড দেখেন। রেফারি আনিসুরের এ সিদ্ধান্তে দর্শকরা হতবাক হয়ে যান। বল পায়ে থাকা কলিনড্রেসকে স্লাইডিং চার্জ করেন তিনি। তারপরও লালকার্ড প্রদর্শন করেন। যাক এমন পক্ষপাতিত্বের পরও ঠিকই ম্যাচে ফিরে রাসেল। শেষ মুহূর্তে দীপকের গোলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে দুই দল।

প্রথম লেগে শেখ রাসেল চেনারূপে না থাকলেও দ্বিতীয় লেগে দারুণ খেলছে। যদিও তাদের অবস্থান আটে আছে। সামনের ম্যাচগুলোতে জ্বলে উঠতে পারলে পয়েন্ট টেবিলের উঁচুতে উঠে আসতে পারে।

সর্বশেষ খবর