শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

মুস্তাফিজের সিদ্ধান্তে অবাক নন ডোনাল্ড

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজের সিদ্ধান্তে অবাক নন ডোনাল্ড

ঢাকায় ফিরে দুবার করোনা পরীক্ষা করেন সাকিব আল হাসান। দুবারই করোনা পজিটিভ হয়েছেন দেশসেরা ক্রিকেটার। ফলে ১৫-১৯ মে চট্টগ্রাম টেস্টে দেখা যাবে না সাকিবের। স্পিন অলরাউন্ডারের অনুপস্থিতি নিঃসন্দেহে টাইগারদের দলের শক্তি কমিয়েছে। শুধু সাকিব নন, আরেক স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকেও মিস করবেন টাইগাররা। দুই টাইগার স্পিনারের অনুপস্থিতিতে টিম পরিকল্পনায় আনতে হচ্ছে মুমিনুল বাহিনীকে। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে দুই ক্রিকেটারকেই নয়, মিস করবে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকেও। আইপিএল খেলতে মুস্তাফিজ এখন ভারতে। বাঁ হাতি পেসারের অনুপস্থিতিও ভোগাবে মুমিনুলদের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানিয়েছেন, দেশের প্রয়োজনে টেস্ট খেলতে হবে মুস্তাফিজকে। যদিও টেস্ট চুক্তিভুক্ত নন কাটার মাস্টার। মুস্তাফিজের এই না খেলার সিদ্ধান্তকে আবার সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ‘মুস্তাফিজের টেস্ট খেলার বিষয় সম্পর্কে বলা কঠিন। তারা একটি পথ বেছে নিতেই পারে। ইংল্যান্ডের ডিরেক্টর অব ক্রিকেট বলেছিলেন, ক্রিকেটাররা এক সময় ১২ মাস খেলার জন্য প্রস্তুত ছিল, এখন সেটা কমে হয়েছে ৯ মাস। মুস্তাফিজের ব্যাপারটাও ব্যক্তিগত পছন্দ। আমরা এটা নিয়ে বোধহয় তার সঙ্গে কথা বলতে পারি। এটা পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার।’ ওটিস গিবসনের পর টাইগারদের পেস বোলিং কোচের জায়গা খালি হয়ে পড়েছিল। তার জায়গায় নেওয়া হয় দক্ষিণ আফ্রিকার লিজেন্ড ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডকে। দক্ষিণ আফ্রিকা সফর ছিল তার প্রথম অ্যাসাইনমেন্ট। তখন তিনি খুব কাছ থেকে দেখেছেন টাইগার পেসার মুস্তাফিজ, সৈয়দ খালেদ, শরিফুল ইসলামদের। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে টাইগার পেসারদের নিয়ে কথা বলেন। গতকাল ডোনাল্ড বাঁ হাতি পেসার শরিফুলের প্রশংসা করেন, ‘আমি শরিফুলকে নিয়ে খুবই উচ্ছ্বসিত। বিশেষ করে ওয়ানডেতে সে অসাধারণ।

সর্বশেষ খবর