শুক্রবার, ১৩ মে, ২০২২ ০০:০০ টা

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

১৯৭৮ সাল থেকেই এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ। সেবারই হকি ইভেন্টে অভিষেক হয়। দুইবার ফেডারেশন দল না পাঠালেও বাকি আসরে সরাসরি হকিতে খেলেছে বাংলাদেশ। এএইচ কাপে চ্যাম্পিয়ন হওয়ায় চলতি বছরেও সরাসরি খেলার কথা ছিল। এশিয়ান হকি ফেডারেশন নতুন নিয়ম করে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ছয় দেশ সরাসরি এশিয়ান গেমস খেলতে পারবে। বাকিদের বাছাইপর্ব পার হতে হবে। বাংলাদেশকে তাই বাছাইয়ে লড়তে হচ্ছে। অবশ্য বাংলাদেশ এশিয়ান গেমসে সুযোগ পাবে তা নিশ্চিত ছিল। কেননা বাছাইপর্ব থেকে শীর্ষ ছয় দল গেমসের টিকিট পাবে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন না কোন পজিশনে থেকে চীনে যাবে সেটাই অপেক্ষা। আশরাফুলরা চ্যাম্পিয়নের সম্ভাবনা জিইয়ে রেখেছে ভালোভাবেই। টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে। প্রথম দুই ম্যাচে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেলেও গতকাল সিঙ্গাপুরকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপের শেষ ম্যাচে ১-০ ব্যবধান হারায় সিঙ্গাপুরকে। দ্বিতীয় কোয়ার্টারে একমাত্র গোলটি করেন রকিবুল হাসান রকি। সিঙ্গাপুর পেনাল্টি স্ট্রোক পেয়েও কাজে লাগাতে পারেনি। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে উজবেকিস্তান কিংবা স্বাগতিক থাইল্যান্ড।

সর্বশেষ খবর