শনিবার, ১৪ মে, ২০২২ ০০:০০ টা

ফিট সাকিবকে চান ডমিঙ্গো

সাকিব এখন করোনামুক্ত

ক্রীড়া প্রতিবেদক

ফিট সাকিবকে চান ডমিঙ্গো

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পা রেখে নিয়ম মেনে করোনা পরীক্ষা করেন সাকিব আল হাসান। মঙ্গলবারের পরীক্ষায় দুবারই করোনা পজিটিভ হন । শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দেশ সেরা ক্রিকেটার স্পিন অলরাউন্ডার সাকিবকে না পাওয়ার আফসোস বয়ে যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কণ্ঠে, ‘দলের প্রয়োজনে সাকিবকে পাওয়া যায় না। এটা দুর্ভাগ্যজনক।’ শুধু বিসিবি সভাপতি নন, ১৫-১৯ মে চট্টগ্রাম টেস্টে সাকিবকে না পাওয়ার হতাশায় নুইয়ে পড়েছিল মুমিনুল বাহিনীও। টাইগারদের আকাশ থেকে গতকাল হঠাৎ করে হতাশার কালো মেঘ কেটে গেছে। সাবেক অধিনায়ক সাকিব নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করেন। নেগেটিভ হন। বিসিবিও পরীক্ষা করে। সেখানেও নেগেটিভ। এতেই প্রথম টেস্ট খেলার সুযোগ সৃষ্টি হয়েছে সাকিবের। টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর মিডিয়ার মুখোমুখিতে জানিয়েছেন, তিনি ফিট সাকিবকে টেস্ট খেলাতে চান, ‘যে কেউই সম্পূর্ণ ফিট সাকিবকে দলে পেতে চাইবে। কিন্তু ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট খেলানো কঠিন। পারফর্ম করাতে একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’

এখন প্রশ্ন, করোনামুক্ত হয়ে সাকিব কি খেলতে পারবেন চট্টগ্রাম টেস্ট? করোনা থেকে মাত্র মুক্তি পেয়েছেন। গত কয়েক সপ্তাহ ব্যাট-বলের সংস্পর্শে নেই। অনুশীলন করছেন না। তাকে খেলানো অনেকটাই বাজি ধরার মতো! এটা ভালো করেই জানেন টাইগার হেড কোচ ডমিঙ্গো, ‘তার ফিটনেস পরীক্ষা করে দেখতে হবে। মাত্র করোনামুক্ত হলো। এ ছাড়া ইদানীং খুব বেশি ক্রিকেট সে খেলেনি। অবশ্যই সে আমাদের বড় খেলোয়াড়। তার উপস্থিতি দলকে ব্যালান্সড করে। কাল (আজ) তার অবস্থা দেখতে হবে। গত দুই-তিন সপ্তাহে সে ব্যাটিং, বোলিং করেনি। হুট করে টেস্ট খেলতে নেমে যাওয়া কঠিন। টেস্ট ৫ দিনের। প্রতিদিন ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হবে। অনেক কিছু বিবেচনায় নিতে হবে।’ ফিট সাকিবকে চাইছেন টাইগার কোচ। ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই আমরা তাকে পেতে চাই। সে সর্বকালের সেরাদের একজন। কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে, সে যেন শতভাগ পারফর্ম করতে পারে। যে ভূমিকায় চাইবো, সেভাবেই যেন তাকে পাই। দিনে অন্তত ১৫ ওভার বোলিং, ৬, ৭-এ ব্যাটিংয়ে ৩-৪ ঘণ্টা ব্যাটিং করতে পারে। এসব খুবই গুরুত্বপূর্ণ।’

যদি সাকিব খেলতে না পারেন, তাহলে তার বিকল্পও ভেবেছেন কোচ, ‘সাকিব না খেললে, বোলিং করতে পারে এমন কাউকে বিবেচনা করতে হবে। এটা চ্যালেঞ্জিং বিষয়। ইয়াসির রাব্বি দারুণ খেলছেন। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে ১৫-২০ ওভার বোলিং করতে পারে। মুমিনুলের ১০-১৫ ওভার বোলিং করতে আত্মবিশ্বাসী  কি না, নিশ্চিত নই। শান্তও দিনে ৬-৭ ওভার করার মতো নয়। ৬-৭ নম্বরে ব্যাটিং এবং ১০-১৫ ওভার বোলিং করতে পারে, আমরা  এমন কাউকে খুঁজছি, সাকিব না থাকলে যে কাজটি করতে পারবে। মোসাদ্দেক সৈকতের কথা ভাবছি। সে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করে।’

আজই পরিষ্কার হবে, চট্টগ্রাম টেস্টের একাদশ কেমন হবে। সাকিব ফিরেছেন। রাতেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। মেহেদি হাসান মিরাজ নেই। এমন সব সমীকরণ নিয়ে আগামীকাল মাঠে গড়াচ্ছে টেস্ট। বৃষ্টি বাধা হতে পারে! 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর