রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

কিংস এখন কলকাতায়

ক্রীড়া প্রতিবেদক

কিংস এখন কলকাতায়

সল্টলেক স্টেডিয়ামে চেনা দৃশ্যের চেহারা বদলাতে চায় বসুন্ধরা কিংস। সে লক্ষ্যেই অস্কার ব্রুজোনের শিষ্যরা এখন কলকাতায় অবস্থান করেছেন। গতকাল সকালে তারা ঢাকা ছাড়েন। ১৮ মে থেকে সল্টলেক স্টেডিয়ামে ফুটবলে এশিয়ার ক্লাবভিত্তিক জনপ্রিয় টুর্নামেন্ট এএফসি কাপের বাছাইপর্ব শুরু হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে টানা তিন আসরে কিংস অংশ নিচ্ছে। ‘ডি’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে কলকাতার এ টি  কে মোহনবাগান, কেরালার গোকুলাম ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস।

যুব ভারতীয় সল্টলেক স্টেডিয়ামে ঢাকা আবাহনী, মোহামেডান ও শেখ জামাল টুর্নামেন্টে অংশ নিলেও শিরোপার মুখ দেখতে পারেনি। এএফসি কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেই চেনা দৃশ্যের চেহারা পাল্টাতে চায় কিংস। ঢাকা ছাড়ার আগে কোচ অস্কার বলে গেছেন মিশন চ্যালেঞ্জের। তবু আমাদের চোখ থাকবে গ্রুপ সেরাতেই। অধিনায়ক রবসন রবিনহো বলেন, আমাদের দলের মধ্যে দারুণ সমন্বয় আছে। তা ধরে রাখতে পারলে কলকাতা জয় সম্ভব। দুপুর ১২ টায় কলকাতা পৌঁছেছে কিংস। উঠেছে রিজেন্সি হোটেলে। আজ থেকে অনুশীলন শুরু করবে রবসনরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর