রবিবার, ১৫ মে, ২০২২ ০০:০০ টা

থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ওমানকেই পেয়েছিল বাংলাদেশ। অল্প দিনের মধ্যে আন্তর্জাতিক হকিতে আবারও দুই দেশ শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হবে। এশিয়ান কাপ বাছাই পর্ব হকিতে বাংলাদেশ ফাইনালে উঠেছে। গতকাল সেমিফাইনালে স্বাগতিক থাইল্যান্ডকে ৪-১ গোলে হারিয়েছে। অথচ প্রথমে গোল খেয়ে বসেছিল। প্রথম কোয়ার্টারে ১০ মিনিটে থাইল্যান্ড গোল করলে বাংলাদেশের শিবির নিশ্চুপ হয়ে যায়। প্রথম কোয়ার্টারে পিছিয়েই থাকে লাল সবুজের দল।

দ্বিতীয় কোয়ার্টারে ৭ মিনিটে ম্যাচে সমতায় ফিরে বাংলাদেশ। ফিল্ড গোল করে দলে স্বস্তি ফেরান রোমান সরকার। ৭ মিনিট পরই ব্যবধান ২-১ করেন আশরাফুল। পেনাল্টি কর্নার থেকে আশরাফুল গোলটি করেন। এরপরই ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। আক্রমণের পর আক্রমণ। যা সামাল দিতে হিমশিম খেয়ে যায় স্বাগতিকরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন আশরাফুল। ব্যবধান ৩-১ হয়। চতুর্থ কোয়ার্টারে ২ মিনিটে রকিবুল হাসান রকি ফিল্ড গোল করলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হয়। সেরা খেলোয়াড় হন আশরাফুল। অন্যদিকে আরেক সেমিফাইনালে ইন্দোনেশিয়াকে হারায় ওমান।

সর্বশেষ খবর