মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা
এএফসি কাপে বসুন্ধরা কিংস

অস্কারের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল

ক্রীড়া প্রতিবেদক

অস্কারের কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল

ঘরোয়া ফুটবলে সবচেয়ে আলোচিত দল বসুন্ধরা কিংস। অভিষেকের পর টানা দুবার লিগ জয়ের রেকর্ড রয়েছে। এবারও শীর্ষে রয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপেও। আন্তর্জাতিক টুর্নামেন্টও রাঙাতে চায়। এবার সেই অধরা স্বপ্ন পূরণ করতে চায় কিংস। আগামীকাল থেকে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের আসর। প্রতিপক্ষ কেরালার গোকুলাম, এ টি কে মোহনবাগান ও মালদ্বীপের মার্জিয়া স্পোর্টস। টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আঞ্চলিক সেমিফাইনাল খেলা। ক্লাব সভাপতি ইমরুল হাসান সাফল্যের ব্যাপারে আশাবাদী। ‘প্রথম এএফসি কাপতো করোনায় বাতিল হয়ে যায়। অথচ সেই আসরে আমরাই ছিলাম ফেবারিট। প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিলাম। এরপর মালদ্বীপে তীরে তরী ডুবেছে। এবার সেই অধরা স্বপ্ন পূরণ হবে আশা রাখি। প্রতিপক্ষ তিন দলই শক্তিশালী। তারপরও কিংস চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রাখে। আমাদের সব পজিশনেই মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে।’

ইমরুল বলেন, টুর্নামেন্টে কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সল্টলেকে প্রতিটি ম্যাচেই সমর্থন পাব আশা করি। সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। কোচ অস্কার ব্রুজোন বলেন, কঠিন চ্যালেঞ্জ। এখানে সব ম্যাচই ফাইনাল। লক্ষ্য পূরণ করতে সেরাটা দিতে হবে। আমার বিশ্বাস ছেলেরা বিজয়ের পতাকা উড়াবে।

সর্বশেষ খবর