মঙ্গলবার, ১৭ মে, ২০২২ ০০:০০ টা

এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া

ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ স্বস্তিতেই ছিল। এশিয়ান গেমস বাছাইপর্ব ফাইনালে ওমানের কাছে নাস্তানাবুদ হওয়ায় হতাশায় ঢেকে গেছে বাংলাদেশের শিবির। স্বস্তির বদলে হতাশা নিয়েই এশিয়া কাপের মিশন শুরু করতে হবে আশরাফুলদের। ২৩ মে জাকার্তায় পর্দা উঠছে আট জাতি এই আসরে। থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছে গেছে জাতীয় দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। ২৩ মে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। ২৪ মে ওমান ও ২৬ মে মালয়েশিয়ার সঙ্গে লড়বে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া।

দুই গ্রুপের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। শক্তির বিচারে বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। লক্ষ্য পাঁচে থাকা। তাও চ্যালেঞ্জটা কঠিন। পজিশনের লড়াইয়ে ওমান, ইন্দোনেশিয়াতো থাকবেই। যে কোনো এক চ্যাম্পিয়ন দলকেও খেলতে হবে। এশিয়ান গেমস বাছাইপর্বে ফাইনালে ওমানের বিপক্ষে বড় হার নিয়ে নানা গুঞ্জন চলছে। জাকার্তা থেকে দল ফেরার পরই এমন হার নিয়ে তদন্তও হতে পারে।

সর্বশেষ খবর