শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

সল্টলেকে দুই জায়ান্টের শক্তি পরীক্ষা আজ

রাশেদুর রহমান, কলকাতা থেকে

সল্টলেকে দুই জায়ান্টের শক্তি পরীক্ষা আজ

কলকাতার বর্তমান আবহাওয়া উত্তপ্ত মরুভূমির প্রায় কাছাকাছি। কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা তারও চেয়ে বেশি! ৩৬ ডিগ্রি সেলসিয়াম তাপমাত্রা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রায়ই তা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যায়। তখন হুগলি নদীর পানিতে দাপাদাপি করে ছেলেমেয়েরা। কলকাতার এই গরমও যেন কিছু নয় এখানকার ফুটবলপ্রেমীদের কাছে। তাদের অন্তরে এক ভিন্ন রকমের উত্তাপ বিরাজমান। বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগানের লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে কলকাতায়। আজ এএফসি কাপ ডি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংস মুখোমুখি হচ্ছে ভারতের ১৩২ বছরের পুরনো ক্লাব এটিকে মোহনবাগানের।

কলকাতায় ফুটবল নিয়ে মাতামাতি একটু বেশিই। প্রধান তিন দল এটিকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডান। তিন দলের সমর্থকরা বেশ গোঁড়া প্রকৃতির। হাতাহাতি-মারামারি কম বাধে না স্থানীয় লিগ ম্যাচেও। তিন প্রধানের এক দল মোহনবাগান। তাদের সমর্থকদের সংখ্যা নেহাত কম নয়। সবুজ-মেরুন দল হিসেবে পরিচিত ক্লাবটিকে নিয়ে তাদের মধ্যে শঙ্কা। আজই কি বিদায় হয়ে যাবে প্রিয় ক্লাবের! বসুন্ধরা কিংসের কাছে হারলেই বিদায় নিশ্চিত মোহনবাগানের।

যুব ভারতীর সবুজ চত্বরে বসুন্ধরা কিংস ও এটিকে মোহনবাগানের লড়াইয়ের আগে অতীত বারবারই ফিরে আসছে। স্থানীয় দর্শকরা তাই বেশ শঙ্কায় আছেন। পুরনো ইতিহাস নতুন করে ফিরে আসবে না তো যুব ভারতীতে! ২০১৪ সালে আইএফএ শিল্ড টুর্নামেন্ট খেলতে গিয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেবার শেখ জামালের গ্রুপে খেলে কলকাতার ‘তিন প্রধানে’র (ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান) দুটি। যুব ভারতী স্টেডিয়ামে মোহামেডানের কাছে শেখ জামাল হারলেও মোহনবাগানকে হারিয়ে দেয় সনি নর্দের একমাত্র গোলে। সেই ইতিহাস নিয়েই শঙ্কায় কলকাতার দর্শকরা। তাছাড়া এএফসি কাপ ডি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালার কাছে ৪-২ গোলের পরাজয় মোহনবাগানকে বিদায়ের পথও দেখিয়ে দিচ্ছে!

গ্রুপ পর্বে বসুন্ধরা কিংস প্রথম ম্যাচে ম্যাজিয়াকে ১-০ গোলে হারিয়ে বেশ সুবিধাজনক স্থানে আছে। আজ এটিকে মোহনবাগানকে হারালেই ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালের দিকে বেশ এগিয়ে যাবে দলটি। তবে কাজটা সহজ নয়। দলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের কাছে এটা বেশ বড় ম্যাচ। তবে তিনি মোহনবাগানের দুর্বল দিকগুলোও বেশি খুঁটিয়ে দেখেছেন। অস্কার বলেন, ‘মোহনবাগান কোচের পরিকল্পনাগুলো বোঝার চেষ্টা করছে। এখনো তারা নিজেদেরকে কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে পারেনি।’ মোহনবাগানের স্প্যানিশ কোচ জোয়াও ফেরান্দো অবশ্য নিজের পরিকল্পনা পরিবর্তন করতে রাজি নন।

তিনি বলেন, ‘আমরা একই পরিকল্পনা নিয়ে খেলব। আমাদের কিছু ইনজুরি সমস্যা আছে। যেমন তিরি খেলতে পারছে না। তবে আমাদের দলের প্রত্যেকেই সেরা একাদশে থাকার যোগ্য।’ মোহনবাগানে ইনজুরি সমস্যা থাকলেও কিংস পূর্ণ ফিট দল নিয়েই মাঠে নামবে। সোহেল রানা ও তারিক কাজীকে নিয়েও ভয়ের কিছু নেই। গত ম্যাচে দুজনেই কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বি এম জোবায়ের নিপু জানিয়েছেন, দলের সবাই ফিট। প্রচ  গরমে ও অতিরিক্ত পরিশ্রমে সোহেলের মাংসপেশি ক্র্যাম্প করেছিল। এখন তা সেরে গেছে। মোহনবাগানের সঙ্গে বসুন্ধরা কিংস গতবার এএফসি কাপে মুখোমুখি হয়। সেবার ড্রতেই শেষ হয় দুই দলের লড়াই। তবে ড্র করেই গ্রুপ চ্যাম্পিয়ন হয় মোহনবাগান। যুব ভারতীতে কী অপেক্ষা করছে বসুন্ধরা কিংস ভক্তদের জন্য!

এএফসি কাপে আজ দিনের দ্বিতীয় ম্যাচে ভারতীয় ক্লাব গোকুলাম কেরালা মুখোমুখি হচ্ছে মালদ্বীপের ক্লাব ম্যাজিয়ার। প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানকে হারিয়ে সুবিধাজনক স্থানে আছে দক্ষিণ ভারতের ক্লাবটি। অন্যদিকে বসুন্ধরা কিংসের কাছে পরাজিত ম্যাজিয়ার সামনে আজ জয়ের বিকল্প নেই। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

সর্বশেষ খবর