শিরোনাম
শনিবার, ২১ মে, ২০২২ ০০:০০ টা

আজ অনুশীলন নেই দুই দলের

ক্রীড়া প্রতিবেদক

ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। মিরপুরে দ্বিতীয় টেস্ট ২৩-২৭ মে। টেস্ট খেলতে গতকাল দুুপরে চট্টগ্রাম থেকে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগের শিডিউলে অনুশীলন ছিল দুই দলের। তবে বিশ্রাম নিতে দুই দল অনুশীলন করবে না। আগামীকাল অনুশীলনে নামবে মুমিনুল বাহিনী ও কারুণারতেœ বাহিনী। চট্টগ্রাম টেস্টে অ্যাঞ্জেলি ম্যাথুজের ১৯৯ রানে ভর করে শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৩৯৭। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ ছিল ৪৬৫। সেঞ্চুরি করেন বাঁ-হতি ওপেনার তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিম (১০৫)। ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির পথে মুশফিক বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজারি ক্লাবের সদস্য হয়েছেন। ৮১ টেস্টের ১৪৯ ইনিংসে মুশফিকের রান ৫০৩৭। মাত্র ১৯ রান করলেই দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তামিমও ৫ হাজারি ক্লাবের সদস্য হবেন। ৬৬ টেস্টে ১২৬ ইনিংসে তামিমের রান ৪৯৮১।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর