রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

এখনই টেস্ট খেলতে চাচ্ছেন না মুস্তাফিজ!

ক্রীড়া প্রতিবেদক

এখনই টেস্ট খেলতে চাচ্ছেন না মুস্তাফিজ!

‘মুস্তাফিজকে আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন।’

দলের তারকা পেসাররা ইনজুরিতে। চোটের কারণে তাসকিন আহমেদ সিরিজেই ছিলেন না। প্রথম টেস্টে ইনজুরিতে পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। তাই মুস্তাফিজকে ঢাকা টেস্টে চেয়েছিলেন অধিনায়ক মুমিনুল হক। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মুস্তাফিজ এখনই টেস্ট খেলতে চাচ্ছেন না।

বিসিবির ক্রিকেট অপারেসন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাকে (মুস্তাফিজকে) আমরা জানিয়েছি আমাদের তাকে দরকার। যেহেতু আমাদের দুজন মূল পেসার নেই, সে থাকলে আমাদের জন্য ভালো হয়। সে বলছে, যেহেতু সে অনেক দিন এই সংস্করণে নেই, তাই তার জন্য এখনই টেস্ট খেলা কঠিন। আর আপনারা কালকের মধ্যে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলে সরাসরি ভারতে গেছেন মুস্তাফিজ। তারপর থেকে বায়ো বাবলে রয়েছেন। আইপিএলের ধকল সামলে এখন টেস্টের জন্য ফিট কিনা তা নিয়েও থাকছে সংশয়। তবে বিসিবি চাচ্ছে মুস্তাফিজ দ্রুতই দেশে ফিরুক। জালাল ইউনুস বলেন ‘তার (মুস্তাফিজের) যুক্তি হলো, সে ওখানে (আইপিএলে) আছে দুই মাস ধরে। বলেছে লম্বা একটা সময় চলে যাচ্ছে। ফিজিক্যালি সে হয়তো বলতে পারে ফিট না। যাই হোক, আমরা বলেছি তুমি আস, দেখা যাক কী করা যায়।’

আইপিএল শেষ হবে ২৯ মে। এদিকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঢাকা ছাড়ার কথা ৫-৬ জুন। ক্যারিবীয় দ্বীপে দুই টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে বাংলাদেশ।

সর্বশেষ খবর