রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

কাবরেরার হুঁশিয়ারি শৃঙ্খলা ভাঙলেই শাস্তি

ক্রীড়া প্রতিবেদক

কাবরেরার হুঁশিয়ারি শৃঙ্খলা ভাঙলেই শাস্তি

কলকাতায় এএফসি কাপ খেলছে বসুন্ধরা কিংস। ঢাকায় চলছে জাতীয় দলের প্রস্তুতি। ১ জুন জাকার্তায় ইন্দোনোশিয়া বিপক্ষে প্রীতিম্যাচ খেলবে বাংলাদেশ। ৮ জুন থেকে এখানেই শুরু হবে এশিয়াকাপ বাছাই পর্ব। বসুন্ধরার খেলা শেষ হবে ২৪ মে। ঢাকায় এসেই জাতীয় দলের আবাসিক ক্যাম্পে যোগ দেবেন দলের ফুটবলাররা। স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার অভিষেক হয়েছে আগেই। তার প্রশিক্ষণে বাংলাদেশ ১ ম্যাচ হার ও ১টি ড্র করেছে। কাবরেরা বলেছেন, হুট করে সব কিছু বদলে দেওয়া সম্ভব নয়। সময়ের প্রয়োজন। তিনি বলেছেন, পারফরম্যান্স যাচাই করে খেলোয়াড়দের ক্যাম্পে ডাকা হচ্ছে। অনুশীলনে যারা ভালো করবে তাদের নিয়েই টুর্নামেন্টে সেরা একাদশ গড়া হবে। এ নিয়ে তিনি বিতর্ক তোলার সুযোগ দেবেন না।

বাংলাদেশে অনেক বিদেশি কোচ এসেছেন। তবে কাবরেরা শুরুতে যা করেছেন তা বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে অভিশ্বাস্য ঘটনা বলা যায়। ক্যাম্পে ঠিক সময়ে যোগ না দেওয়ায় নাবীব নেওয়াজ জীবন ও শহিদুর রহমান সোহেলকে অনুশীলনে নামার অনুমতি দেননি। এমনকি তাদেরকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। কোচের কথা তারা নির্দেশ অমান্য করে ডিসিপ্লিন ভেঙেছে। সে ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে জীবন ও সোহেলের ইন্দোনোশিয়া যাওয়া হচ্ছে না। কোচ কাবরেরা দুজনকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিয়েছেন যত বড় দল বা যত বড় খেলোয়াড় হোক না শৃঙ্খলা ভাঙলে শাস্তি পেতেই হবে। কাবরেরার এমন সিদ্ধান্তে খুব সতর্কভাবে অনুশীলন করছেন ফুটবলাররা। কেননা কোচ বলেছেন শুধু পারফরম্যান্স নয় আচরণও দেখা হবে।

সর্বশেষ খবর