রবিবার, ২২ মে, ২০২২ ০০:০০ টা

হজের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

কাঁধের অস্ত্রোপচারের জন্য ডান হাতি পেসার তাসকিন আহমেদ এখন লন্ডনে। সেজন্য তিনি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছেন না। চট্টগ্রাম টেস্ট খেলেছেন বাঁ হাতি পেসার শরিফুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসান। কিন্তু দুজনেই ব্যথা পেয়েছেন। শরিফুল হাতে এবং নাঈম আঙ্গুলে ব্যথা পেয়েছেন। ২৩-২৭ মে, মিরপুর টেস্টে খেলবেন না দুজনে। শুধু মিরপুর টেস্ট নয়, আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারছেন না উপরোক্ত তিন ক্রিকেটার। দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। সেই সফরে তিন ক্রিকেটারের সঙ্গে যেতে পারবেন না মুশফিকুর রহিমও। টেস্টে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক গড়া মুশফিক ক্যারিবীয় সফরে খেলবেন না ইনজুরির জন্য নয়, হজের জন্য। পবিত্র হজ পালন করতে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়েছেন ৮১ টেস্টে ৫০৩৭ রান করা মুশফিক। মুশফিকের ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, ‘এক মাসেরও বেশি সময় আগে মুশফিক আমাদের কাছে ছুটি চেয়েছিল। তখন অবশ্য বলেছিল যে কোটার ব্যাপার আছে, হজে এবার সবাই যেতে পারছে না। এজন্য একটু অনিশ্চয়তা ছিল। তবে শেষ পর্যন্ত তার নাম এসেছে। চট্টগ্রাম টেস্টের সময় ওর ছুটি আমরা নিশ্চিত করেছি।’ ড্র হয়েছে চট্টগ্রাম টেস্ট। টেস্টে সেঞ্চুরি হয়েছে ৩টি। বাংলাদেশের সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল ১৩৩, মুশফিক ১০৫ ও অ্যাঞ্জেলি ম্যাথুজ ১৯৯। মুশফিকের সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের অষ্টম। সেঞ্চুরির পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজারি রানের মাইলফলক গড়েন মুশফিক। এমন একজন অভিজ্ঞ ক্রিকেটারের অভাব পুরোপুরি অনুভূত হবে ওয়েস্ট ইন্ডিজ সফরে, এমনটাই বলেন বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর এমনিতেই কঠিন। সেখানে অভিজ্ঞ একজন ব্যাটার নেই। কিন্তু হজ করার মতো ব্যাপারে অনুমতি দেওয়া ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।’

আশা করি ভালোভাবে হজ করার পর আমরা তাকে সেরা চেহারায় পাব আবার।’ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়বে ৫ জুন। 

সর্বশেষ খবর