সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

হারানো গৌরব ফিরে পেতে চায় কলকাতার সাদাকালোরা

ক্রীড়া প্রতিবেদক, কলকাতা থেকে

হারানো গৌরব ফিরে পেতে চায় কলকাতার সাদাকালোরা

হুগলী নদীর তীরে ফোর্ট উইলিয়ামের পাশে ভারত গড়ে তুলেছে ক্লাব পাড়া। এখানে শতবর্ষ পাড়ি দেওয়া অনেক ক্লাবের অবস্থান। কলকাতার তিন প্রধান হিসেবে পরিচিত মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও কলকাতা মোহামেডান এখানেই বিরাট এলাকাজুড়ে গড়ে তুলেছে ক্লাবভবন ও ট্রেনিং গ্রাউন্ড। এসব ক্লাবগুলো দেখলে বইয়ে পড়া মধ্যযুগীয় দৃশ্য হঠাৎ করেই যেন সামনে চলে আসে। কলকাতার লোকেরা জায়গাটাকে ময়দান নামেই চেনে। এখানে বিভিন্ন ক্লাবের নানা আকৃতির অসংখ্য মাঠে ভরা। কোনো কোনোটাতে নিরাপত্তা বেষ্টনি আছে অনেক। বেশিরভাগ মাঠই খোলা। যে কেউ যে কোনো সময় খেলার জন্য ব্যবহার করতে পারে। শত শত বছরের পুরনো গাছ পালার এক সবুজ অরণ্যেই গড়ে উঠেছে ক্লাব পাড়া। এই ময়দানে ইন্দিরা গান্ধী সরণির পাশেই অবস্থিত মোহামেডান ক্লাব। সাদা গেটের ওপরে কালো ব্যাকগ্রাউন্ডে ক্লাবের লোগো আছে। সেখানে চাঁদ-তারার নিচে লেখা ১৮৯১। ক্লাবটি প্রতিষ্ঠা হয় সে বছরই।

ভারতীয় লিগে কলকাতা মোহামেডান কখনোই তেমন একটা প্রভাব বিস্তার করতে পারেনি। তবে কলকাতা লিগ ও আইএফএ শিল্ডে তারা এক সময় আধিপত্য দেখিয়েছে। মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের সঙ্গে সমানতালে লড়াই করেছে। কিন্তু গত প্রায় চার দশকে দলটি অতীতের সব গৌরব হারিয়েছিল। দীর্ঘদিন তারা কোনো ট্রফিই জিততে পারেনি। কলকাতা লিগ ১৯৮১ সালে জয় করে। এরপর তারা যেনো ট্রফি জিততেই ভুলে যায়। তবে গত বছর থেকে নতুন করে হারানো গৌরব ফিরে পেতে শুরু করেছে দলটা। কলকাতা লিগ জয় করেছে দীর্ঘ ৪০ বছর পর। ডুরান্ড কাপে ফাইনাল খেলেছে। আই লিগেও রানার্সআপ হয়েছে। দলটির ফিজিও বিশ্বজিৎ বললেন, ‘আমরা চেষ্টা করছি ভালো করার। ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও নজর দিচ্ছি। আমাদের মেয়েরা কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছে।’ মূল দলের চেয়ে বয়সভিত্তিক দল নিয়েই মোহামেডানের কাজ বেশি। তাদের অফিসে সারাক্ষণই বিরাজমান খুদে ক্রীড়াবিদরা। তাদের নিয়ে বিভিন্ন কোচ অনুশীলন করছেন।

সর্বশেষ খবর