সোমবার, ২৩ মে, ২০২২ ০০:০০ টা

এশিয়া কাপ হকির পর্দা উঠছে আজ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপ হকির পর্দা উঠছে আজ

এশিয়া মহাদেশের হকির সেরা আসর এশিয়া কাপের পর্দা উঠছে আজ। দুই গ্রুপে বিভক্ত হয়ে আট দল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হয়ে মাঠে নামবে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ওমান। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, ভারত, পাকিস্তান ও স্বাগতিক ইন্দোনেশিয়া। দুই গ্রুপের সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ১ জুন টুর্নামেন্টর ফাইনাল।

আজ উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ২৪ মে ওমান, ২৬ মে মালয়েশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। শক্তির বিচারে ‘বি’ গ্রুপ থেকে মালয়েশিয়া ও কোরিয়া সেমিতে যাবে। যদি তার ব্যতিক্রম ঘটে তা হবে বড় অঘটন। জাতীয় দল বেশ কিছুুদিন ধরে মাঠেই রয়েছে। এএইচএফ কাপ, এশিয়ান গেমস বাছাইপর্ব ও ইন্দোনেশিয়া আর ভারতের বিপক্ষে প্রীতিম্যাচ খেলেছে। তারপরও এশিয়া কাপে ভালো করার সম্ভাবনা ক্ষীণ। বিশেষ করে গেমস বাছাইপর্ব ফাইনালে ওমানের কাছে ১-৫ গোলে হারটা লজ্জাকর।

সর্বশেষ খবর