শিরোনাম
শুক্রবার, ২৭ মে, ২০২২ ০০:০০ টা

কত দূর যাবেন মুশফিক লিটন

ক্রীড়া প্রতিবেদক

কত দূর যাবেন মুশফিক লিটন

ছবি : রোহেত রাজীব

‘আমি আমার ব্যাটিং নিয়ে চিন্তিত নই। একটি স্কোর হলেই সবকিছু ঠিক হয়ে যাবে।’ -টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হক। টানা ৭ ইনিংসে দুই অংকের রান করতে ব্যর্থ হয়েছেন টাইগার অধিনায়ক। তারপরও কলের গানের মতো একই কথা বলে যাচ্ছেন অবিরত। শুধু টাইগার অধিনায়ক নন, উপরের সারির ব্যাটাররা নতুন বলের সুইং, গতি ও বাউন্স সামাল দিতে পারছেন না। দ্রুত ফিরে যাচ্ছেন সাজঘরে। চাপে পড়ে যাচ্ছে দল। গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন ১৪১ রানে পিছিয়ে খেলতে নেমে ১৩ ওভারে স্কোর বোর্ডে ৩৪ রান তুলতেই হারিয়ে ফেলে প্রথম ৪ ব্যাটার। চারজনের মধ্যে ওপেনার মাহামুুদুল হাসান জয় ১৫ এবং শূন্য রানে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল ও অধিনায়ক মুমিনুল এবং ২ রান করেন রান আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। চার জনের একত্রিত রান ১৭। প্রথম ইনিংসেও চারজনের মোট রান ছিল ১৭। দুই ওপেনার তামিম ও জয় শূন্য এবং শান্ত ৮ ও মুমিনুল ৯ রান করেন। ইনিংস হার এড়াতে আজ পঞ্চম দিন ১০৭ রানে পিছিয়ে ব্যাটিংয়ে নামবেন দুই সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনের ব্যাটের দিকে এখন তাকিয়ে দল। মুশফিক ১৪ ও লিটন ২ রানে ব্যাট করছেন। প্রথম ইনিংসে মুশফিক ১৭৫ রানে অপরাজিত ও লিটন ১৪১ রান করেছিলেন। 

মিরপুরে বাঁ হাতি ওপেনার তামিম খেলতে নেমেছিলেন মাইলফলক গড়ার টার্গেটে। মাত্র ১৯ রান করলে মুশফিকের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৫ হাজারি ক্লাবে নাম লিখাতেন টাইগার ওয়ানডে অধিনায়ক। কিন্তু ব্যর্থ হয়েছেন পুরোপুরি। প্রথম ইনিংসে শূন্য করেন ৪ বলের মুখোমুখিতে। গতকাল দ্বিতীয় ইনিংসেও সাজঘরে ফিরেন শূন্য রানে। এবার বল খেলেন ১১। তামিম দুই ইনিংসে আউট হন আসিথা ফার্নান্দোর বলে।  রেকর্ড বুকে নাম লিখতে তামিমকে অপেক্ষায় থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পর্যন্ত। চলতি বছর বাঁ হাতি ওপেনার টেস্ট খেলেছেন ৩টি। ৫ ইনিংসে রান করেছেন একটি সেঞ্চুরিসহ ১৮৩। চট্টগ্রামে করেন ১৩৩ রান। মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ৭৮ রান করেছিলেন জয়। ডারবানে খেলেন ১৩৭ রানের ইনিংস। চট্টগ্রামে ৫৮ রান করার পর মিরপুরে পুরোপুরি ব্যর্থ। মিরপুরে প্রথম ইনিংসে শূন্যের পর দ্বিতীয় ইনিংসে করেন ১৫ রান। চলতি বছর ৫ টেস্টের ৮ ইনিংসে ২৯২ রান করেন এক সেঞ্চুরি ও ২ হাফসেঞ্চুরিতে।   

টেস্ট ক্রিকেট রান আউট হওয়া ক্রাইম। গতকাল সেই ক্রাইম করেছেন শান্ত। রাজিথার বলে পয়েন্টে ঠেলে রান নিতে দৌড় দেন শান্ত। পয়েন্ট থেকে জয়াবিক্রমা সরাসরি উইকেট ভেঙে দেন শান্তর। রান আউট হন ২ রানে। প্রথম ইনিংসে ৮ রান করেন। চট্টগ্রামেও দুই ইনিংসে ছিলেন ব্যর্থ। টানা চার ইনিংসে ব্যর্থ হয়েছেন দুই অংকের রান করতে। চলতি বছর শান্ত ৬ টেস্টের ১১ ইনিংসে এক হাফসেঞ্চুরিতে ২৮৯ রান করেন।

তবে ব্যাট হাতে সুর, তাল ও লয় হারিয়ে ফেলেছেন মুমিনুল। টাইগার অধিনায়ক চলতি বছর ৬ টেস্টের ১১ ইনিংসের ৮টিতে ব্যর্থ হয়েছেন দুই অংকের রান করতে। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড জয়ের ম্যাচের প্রথম ইনিংসে খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। ক্রাইস্টচার্চে ৩৭ করার পরের সাত ইনিংসে দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর