শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

মুমিনুলের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মুমিনুলের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

মিরপুরের উইকেটের টার্ন ও বাউন্স বাংলাদেশের ক্রিকেটারদের কাছে হাতের তালুর মতো পরিচিত। সবকিছুই মুখস্থ টাইগার ক্রিকেটারদের। তারপরও শ্রীলঙ্কার দুই নবীন পেসার আসিথা ফার্নান্দো ও কাসুন রাজিথার গতি, সুইং ও বাউন্সে বিধ্বস্ত হয়েছে মুমিনুল বাহিনী। দুই লঙ্কান পেসারের নিয়ন্ত্রিত বোলিং বিধ্বস্ত করে ছাড়ে বাংলাদেশকে। পৌনে চার দিন ড্রয়ের পথে হাঁটতে থাকা টেস্টটি শেষ পর্যন্ত ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। করোনাকালের পর এ নিয়ে ঘরের মাঠে টানা তিনটি সিরিজ হেরেছেন মুমিনুলরা। হারের পর টাইগারদের হঠাৎ ব্যাটিং ধস নিয়ে সমালোচনা চলছে। টানা ব্যাটিং ব্যর্থতায় আলোচনায় উঠে আসেন টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল। টেস্ট শেষে গতকাল মিডিয়ার মুখোমুখিতে মুমিনুলের অধিনায়কত্ব থাকা না থাকার বিষয় টাইগার অধিনায়কের ওপর ছেড়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুমিুনল কী ভাবছেন, সেটা জানার অপেক্ষায় রয়েছেন বিসিবি সভাপতি, ‘একজন অধিনায়ক যখন রান করতে পারে না, তখন ওর ওপর চাপটা কিন্তু আরও অনেক বেশি। আমার ধারণা, মুমিনুল প্রচ- মানসিক চাপে আছে। আজ (গতকাল) আমার সঙ্গে সংক্ষিপ্ত আলাপ হয়েছে, আমি ওকে বলেছি কাল (আজ) অথবা পরশু (আগামীকাল) ওর সঙ্গে বসব। একটু খোলামেলা কথা বলে দেখি ওর মাথায় কী আছে, ও কী চিন্তা করছে।’

চট্টগ্রামে দাপুটে ক্রিকেট খেলে টেস্ট ড্র করে বাংলাদেশ। মুশফিকুর রহিম সেঞ্চুরি ও লিটন দাসের হাফসেঞ্চুরি করলেও ব্যর্থ হয়েছিলেন মুমিনুল। মিরপুরে ফের ছন্দ হারান। এবারও দুই অঙ্কের রান করতে ব্যর্থ। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহসিক টেস্ট জয়ে ৮৮ রানের ইনিংস খেলেছিলেন টাইগার অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১৩ রানে। পরের টেস্ট ক্রাইস্টচার্চে ৩৭ রান করার পর সুর, তাল ও লয় হারিয়ে ফেলেন মুমিনুল। টাইগার অধিনায়ক চলতি

বছর ৬ টেস্টের ১১ ইনিংসের ৮টিতে ব্যর্থ হয়েছেন দুই অঙ্কের রান করতে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ড জয়ের ম্যাচের প্রথম ইনিংসে খেলেছিলেন ৮৮ রানের ইনিংস। ক্রাইস্টচার্চে ৩৭ করার পরের সাত ইনিংসে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে চার টেস্টের ৭ ইনিংসে তার রান ০, ২, ৬, ৫, ২, ৯ ও ০। চলতি বছর ৬ টেস্টের ১১ ইনিংসে টাইগার অধিনায়কের রান মোট ১৬.২ গড়ে ১৬২। মুমিনুল ব্যর্থ হলেও কোচ ডমিঙ্গো সমর্থন দিচ্ছেন, ‘মুমিনুলের ফর্ম খারাপ নয়, স্রেফ রান পাচ্ছে না।’

মুমিনুলের এ ফর্মে না থাকায় চিন্তিত বিসিবি সভাপতি। দেশের একমাত্র স্পেশালিস্ট টেস্ট ব্যাটার মুমিনুল আবার অধিনায়কও। দলের এমন একজন ক্রিকেটার ফর্মে নেই। তাই চাপে থাকা স্বাভাবিক। সেটা নিয়ে ভাবছেন বিসিবি সভাপতি, ‘মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই। সমস্যাটা ওর ব্যাটিং নিয়ে। ও রান পাচ্ছে না। এটা চিন্তার বিষয়। একজন অধিনায়ক যখন রান করে না, তখন ওর কী মানসিক চাপটা পড়ে তা চিন্তা করেন। তাই আমরা এখন শুধু আশা করি ও তাড়াতাড়ি রানে ফিরুক।’ গত ১৫ ইনিংস ধরেই রান ক্ষরায় ভুগছেন মুমিনুল। একটি মাত্র হাফসেঞ্চুরির ইনিংস রয়েছে তার। সর্বশেষ সেঞ্চরি করেছিলেন ২০২১ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে ১২৭ পাল্লেকেলেতে। ৫৩ টেস্টে ৩৫২৫ রান ও ১১ সেঞ্চুরি হাঁকানো মুমিনুলের রানে ফেরার অপেক্ষা করতেই পারেন বিসিবি সভাপতি। ছন্দে না ফিরলে হয়তো নতুন কিছু ভাবতেও পারে বিসিবি।   

সর্বশেষ খবর