রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপের র‌্যাফেল ড্র

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের র‌্যাফেল ড্র

টি-২০ বিশ্বকাপে প্রথমবারের চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। টি-২০ বিশ্বকাপে সব মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের সাকিব আল হাসান। ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপে আয়োজক ছিল বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ প্রতিদিনের কুইজ প্রতিযোগিতার প্রশ্নগুলো ছিল এমন। গতকাল দুটি কুইজ প্রতিযোগিতার র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। লিফ আন-বাংলাদেশ প্রতিদিন কুইজ র‌্যাফেল ড্র অনুষ্ঠানে ছিল ২টি পুরস্কার। প্রথম পুরস্কার মোটরসাইকেল (LIFAN-100 cc) পেয়েছেন ঢাকার বাসিন্দা নুসরাত, পিতা-আরিফ, মোবাইল নাম্বার : ০১৯১৯৭২৬৬৭৫। দ্বিতীয় পুরস্কার মোটরসাইকেল (LIFAN-100 cc) জিতেছেন ঢাকার নয়াবাজারের বাসিন্দা লামিয়া, পিতা- মো. কাজল, মোবাইল নাম্বার: ০১৯১০০৭৭৫২১। সনি র‌্যাংগস-বাংলাদেশ প্রতিদিন কুইজ র‌্যাফেল প্রতিযোগিতার পুরস্কার ছিল ৪টি। প্রথম পুরস্কার সনি ৪৩ ইঞ্চি টিভি জিতেছেন কলতাবাজার ঢাকার বাসিন্দা আরাফাত খান, পিতা-সাইফুল খান, মোবাইল নাম্বার: ০১৯২৯৭১৯১১৪, দ্বিতীয় পুরস্কার র‌্যাংগস ৪০ ইঞ্চি টিভি জিতেছেন আশুলিয়ার বাসিন্দা নুরুল আহাদ, পিতা- আবদুল বারী, মোবাইল নাম্বার: ০১৮২০১৪৫৬৫০, তৃতীয় পুরস্কার র‌্যাংগস ৩২ ইঞ্চি টিভি জিতেছেন মোশারফ হোসেন, পিতা-মোবারক হোসেন, মোবাইল নাম্বার- ০১৯১৬৮১৮৪৪৯, চতুর্থ পুরস্কার  র‌্যাংগস কারাওকে জিতেছেন ঢাকার দক্ষিণ কমলাপুরের বাসিন্দা হাবিবুল্লাহ, পিতা-নুরুল হক, মোবাইল নাম্বার- ০১৭২২৯৬৪৬০৮ ।

র‌্যাফেল ড্র অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক আবু তাহের, উপ সম্পাদক মাহমুদ হাসান, প্রধান বার্তা সম্পাদক কামাল মাহমুদ, নগর সম্পাদক শিমুল মাহমুদ, বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল, সহকারী চিফ রিপোর্টার জুলকার নাইন, হেড অব সার্কুলেশন বিল্লাল হোসেন মন্টু, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং সালাহ উদ্দিন আহমেদ, ম্যানেজার হিসাব, ইডব্লিউএমজিএল মো. নাজিম উদ্দিন, রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (LIFAN)-এর শামসুল বাশার, পরিচালক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাহমুদুল হাসান, সহকারী পরিচালক রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মো. ইমরানুল

কবির, ম্যানেজার মার্কেটিং র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং সাদ্দাম হোসেন, অফিসার মার্কেটিং র‌্যাংগস ইলেক্ট্রনিক্স লিমিটেড। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পরিবারের অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ খবর