রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

ইন্দোনেশিয়াকে হারিয়ে মালয়েশিয়া যাবেন জামালরা!

২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে গ্রুপ পর্বের ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

৮ জুন থেকে বাংলাদেশের এশিয়া কাপ বাছাই পর্বের মিশন। মালয়েশিয়া বুকিত জলিল স্টেডিয়ামে খেলা। প্রতিপক্ষ তিন দল শক্তিশালী বলে জামাল ভূঁইয়াদের শূন্য হাতেই ফেরার শঙ্কা রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, আমরা সেরাটা দিতে চাই। দায়িত্ব নেওয়ার পর কাবরেরার এটি বড় মিশন বলা যায়। এর আগে তিনি মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ খেলেন। প্রথমটি হার, দ্বিতীয়টি ড্র। মুখে কিছু বলছেন না। তবে কাবরেরার টার্গেট প্রীতিম্যাচ দিয়ে প্রথম জয়ের মুখ দেখতে।

বুধবার জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে। স্বাগতিকরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও কোচ মনে করেন জেতার সামর্থ্য রয়েছে। এখানেই ফুটবলের এক সুখস্মৃতি রয়েছে। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া নয় শক্তিশালী কাতারকে হারায় বাংলাদেশ। ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এশিয়ান গেমসে গ্রুপ পর্বের ম্যাচে কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। মূল্যবান গোলটি করেন অধিনায়ক জামালই। সেই জামালের নেতৃত্বে বাংলাদেশ ফের জাকার্তায় নামছে। এশিয়ান গেমসই অনুপ্রেরণা জোগাচ্ছে জামালদের। ইন্দোনেশিয়াকে হারিয়ে উড়তে চায় মালয়েশিয়ায়।

সর্বশেষ খবর