শিরোনাম
রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা
ক্রীড়াঙ্গনে নতুন চমক

শেখ রাসেলের পারফরম্যান্স অ্যাওয়ার্ড

ক্রীড়া প্রতিবেদক

শেখ রাসেলের পারফরম্যান্স অ্যাওয়ার্ড

দেশের সুপরিচিত ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র নতুন চমক দেখাল। ভালো পারফরম্যান্সের জন্য দলের ফুটবলার ও কোচদের অ্যাওয়ার্ড দিয়েছে তারা। তা-ও পেশাদার লিগ চলা অবস্থায়। যা ফুটবলে এই প্রথম। এ পুরস্কার নিঃসন্দেহে খেলোয়াড়দের আরও ভালো খেলতে উৎসাহ জোগাবে। প্রথম লেগে খুব একটা ভালো না করলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়েছে শেখ রাসেল। চট্টগ্রাম আবাহনীকে হারানো ছাড়াও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর সঙ্গে ড্র করেছে। সুযোগ হাতছাড়া না করলে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারতেন সেদিন মিন্টুর শিষ্যরা। ভালো খেলার স্বীকৃতি হিসেবে কোচ ও খেলোয়াড়দের পারফরম্যান্স অ্যাওয়ার্ড দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাব চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। গতকাল বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাব ভবনে এক অনুষ্ঠানে ক্লাব চেয়ারম্যানের পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন বসুন্ধরা গ্রুপের মিডিয়া  উপদেষ্টা আবু তৈয়ব, ক্লাবের অর্থ পরিচালক মোহাম্মদ ফখরুদ্দিন, বাফুফে সহসভাপতি ও বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, মাকসুদুর রহমান, ইঞ্জিনিয়ার লক্ষ্মণ কুমার দে, মোহাম্মদ আসাদুজ্জামান এবং ক্লাবের স্থায়ী সদস্য মাহাবুবুর রহমান তুহিন, আমিনুল ইসলাম ও কাজী মারুফ। এ ছাড়া ক্লাবের ২৬ জন ফুটবলার ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর