মঙ্গলবার, ৩১ মে, ২০২২ ০০:০০ টা

রিয়াল মাদ্রিদের উদযাপন

ক্রীড়া ডেস্ক

রিয়াল মাদ্রিদের উদযাপন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১৪তম শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। প্যারিসের স্ট্যাড দ্য ফ্রান্সের ফাইনালে তারা হারিয়েছে লিভারপুলকে (১-০)। প্যারিসেই তারা উৎসব করেছে। তবে ঘরে এসে নিজের সমর্থকদের নিয়ে উদযাপনটা বাকি ছিল। এটাও সেরে নিল লস ব্ল্যাঙ্কোসরা। মাদ্রিদের রাস্তায় চ্যাম্পিয়ন লেখা বাসে চেপে ট্রফি হাতে ঘুরে বেড়িয়েছেন করিম বেনজেমা, লুকা মডরিচ, মার্সেলো, কর্তোয়া, ভিনিসাস জুনিয়ররা। মূল অনুষ্ঠানটা হয় সান্তিয়াগো বার্নাব্যুতে। এখানে ট্রফি হাতে আসেন রিয়াল মাদ্রিদ তারকারা। হাজার হাজার সমর্থকরা গ্যালারিতে বসে ট্রফি প্রদর্শনী দেখেন। রিয়াল মাদ্রিদের উদযাপনে অংশ নেন। রিয়ালের অধিনায়ক ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোকে নিয়ে লুফালুফি করেন সতীর্থরা। কোচ কার্লো আনচেলোত্তি ছিলেন উদযাপনের কেন্দ্রে। রিয়াল মাদ্রিদ নিজেদেরকে আরও একবার ইউরোপসেরা ক্লাব হিসেবে প্রমাণ করেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে। এর আগে তারা স্প্যানিশ লা লিগার শিরোপাও জয় করে এবার। করিম বেনজেমা বুড়ো বয়সে দুর্দান্ত খেলেছেন। রিয়ালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তার ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। রিয়ালের শিরোপা উৎসবে বেনজেমা ছিলেন কেন্দ্রবিন্দুতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর