ঊনত্রিশ বছর আগের কথা। ১৯৯৩ সালে দিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ডেনমার্কের। সে সময় ইউরো কাপ চ্যাম্পিয়ন ছিল ড্যানিশরা। কোপা আমেরিকাজয়ী ছিল আর্জেন্টিনা। দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে নিয়ে উয়েফা ও কম্বেল কর্তৃপক্ষ আয়োজন করেছিল আরতেমিও ফ্রাঞ্চি কাপ। ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনার হোসে মারিয়া মিনেয়া স্টেডিয়ামে। ১-১ ব্যবধানে ড্রয়ের পর টাইব্রেকারে ম্যারাডোনার…