বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

জামালদের গোলশূন্য ড্র

বাংলাদেশ ০ : ০ ইন্দোনেশিয়া

ক্রীড়া প্রতিবেদক

জামালদের গোলশূন্য ড্র

ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রতেই শেষ হলো বাংলাদেশের লড়াই। গতকাল ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অবস্থিত জালাক হারুপাট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। ফিফা টায়ার ওয়ান মর্যাদা পাওয়া ম্যাচটিতে কেউ জিততে পারেনি।

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এশিয়া কাপ বাছাই পর্বের জন্য দল গঠন করেছেন। ৮ জুন থেকে মালয়েশিয়ায় শুরু হবে বাছাই পর্ব। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক মালয়েশিয়া, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। শক্তিশালী দলগুলোর সঙ্গে মুখোমুখি হওয়ার আগে প্রস্তুতি সারতেই ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে আছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ ১৮৮ নম্বরে। ইন্দোনেশিয়া ১৫৯ নম্বরে। তবে গতকাল র‌্যাঙ্কিংয়ের এ ব্যবধান খুব একটা বুঝতে দেননি জামাল ভূইয়ারা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলই খেলেছেন তারা। পাশাপাশি প্রতিপক্ষের আক্রমণও সামলেছেন ভালোভাবে। নিজেদের গোলবারের সামনে আনিসুর রহমান জিকো ছিলেন দুর্দান্ত। বেশকটি দারুণ সেভ করেছেন বসুন্ধরা কিংসে খেলা এ গোলরক্ষক। আক্রমণভাগে ইব্রাহিমরা বেশকটি গোলের সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেননি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর