শুক্রবার, ৩ জুন, ২০২২ ০০:০০ টা

ব্রাজিলের উড়ন্ত জয়

দক্ষিণ কোরিয়া ১ : ব্রাজিল ৫

ক্রীড়া ডেস্ক

ব্রাজিলের উড়ন্ত জয়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপেও ফেবারিট পেলের দেশ। নভেম্বরের বিশ্বসেরা হওয়ার মিশন শুরু করে দিয়েছে সেলেকাওরা। প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ দিয়ে। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে গতকাল এশিয়ান পরাশক্তিদের বিপক্ষে গোল উৎসবে মেতেছিলেন নেইমাররা। ৫-১ গোলে জিতেছে তিতের ব্রাজিল। ম্যাচে নেইমার দুটি গোল করেন পেনাল্টিতে এবং একটি করে রিচার্লিশন, ফিলিপ কুটিনহো ও গাব্রিয়েল জেসুস। স্বাগতিক কোরিয়ার পক্ষে গোলটি করেন হাং উই জু। ফুটবল বিশ্বের আরেক জনপ্রিয় দল লিওনেল মেসির আর্জেন্টিনা ৩-০ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে।

প্রীতিম্যাচ। তারপরও ম্যাচটি জায়গা করে নিয়েছিল ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ম্যাচে ব্রাজিল প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ৩ গোল করে। কোরিয়া একমাত্র গোলটিও করে প্রথমার্ধে। ৭ মিনিটে ব্রাজিল এগিয়ে যায় রিচার্লিশনের গোলে। ৩১ মিনিটে দক্ষিণ কোরিয়া সমতায় ফেরে হাং উই জু-এর দুর্দান্ত এক গোলে (১-১)। ৪২ মিনিটে পেনাল্টি পায় তিতের দল। ঠান্ডা মাথায় ব্যবধান ২-১ করেন নেইমার জুনিয়র। ব্রাজিল পেনাল্টি পায় ভিআর থেকে। প্রথমার্ধ শেষ হয় ব্রাজিলের এগিয়ে থাকায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের নিযন্ত্রণ নিয়ে খেলতে থাকে। আদায় করে নেয় আরও ৩ গোল। ৫৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। এবারও ঠান্ডা মাথায় ব্যবধান ৩-১ করেন নেইমার। ৭৮ মিনিটে নেইমারের পরিবর্তে মাঠে নামেন কৌতিনহো। মাঠে নামার এক মিনিট পরই প্রতিপক্ষের রক্ষণভাগ থেকে বল কেড়ে কৌতিনহো দুরন্ত শটে ৪-১ করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে রাফিনহোর বদলী খেলতে নামা ম্যান সিটির গাব্রিয়েল জেসুস ৫-১ করেন। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর