শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

রাতে ঢাকা ছাড়লেন মুমিনুলসহ ৫ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

টানা ব্যর্থতায় টেস্ট নেতৃত্ব ছেড়েছেন মুমিনুল হক। সর্বশেষ ৭ ইনিংসে দুই অঙ্কের কোনো রান না পেলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রয়েছেন তিনি। দুই টেস্ট সিরিজ খেলতে গতকাল মুমিনুলসহ আরও ৫ ক্রিকেটার ঢাকা ছেড়েছেন। সাবেক অধিনায়ক রাত ১০টা ৪০ মিনিটে একা গেছেন এমিরেটস এয়ারওয়েজে। বাকি পাঁচজন রাত পৌনে ৮টায় গেছেন কাতার এয়ারয়েজে। ঢাকা ছাড়া প্রথম বহরে মুমিনুল ছাড়া বাকি ক্রিকেটাররা হলেন- নাজমুল হোসেন শান্ত, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা ও মাহমুদুল হাসান জয়। ওয়েস্ট ইন্ডিজের এন্টিগায় প্রথম টেস্ট শুরু ১৬ জুন। সফরে বাংলাদেশ দুটি টেস্ট ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে। টিকিট না পাওয়ায় স্কোয়াডের ক্রিকেটাররা একই ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারছেন না। চার ভাগে যাচ্ছেন ক্রিকেটাররা। মুমিনুলের জায়গায় তৃতীয়বারের মতো দায়িত্ব পাওয়া সাকিব কবে যাবেন, এখনো ঠিক হয়নি। প্রথমবারের মতো সহঅধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন দাস ইংল্যান্ড থেকে যোগ দেবেন দলের সঙ্গে। তিনি স্ত্রীসহ এখন ইংল্যান্ডে অবস্থান করছেন। ইংল্যান্ড থেকে দলের সঙ্গে যোগ দেবেন আরেক ক্রিকেটার নুরুল হাসান সোহানও। ৫, ৬ ও ৮ জুন ঢাকা ছাড়বে আরও তিন বহর। ৬ জুন, মঙ্গলবার ঢাকা ছাড়বেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ৮ জুন যাবেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ও বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সফরের প্রথম টেস্ট এন্টিগার নর্থ সাউন্ডে ১৬-২০ জুন এবং দ্বিতীয় টেস্ট ২৪-২৮ জুন গ্রস আইলেটে। ২ ও ৩ জুলাই প্রথম ও দ্বিতীয় টি-২০ রসোউতে এবং ৭ জুলাই তৃতীয় ও শেষ টি-২০ প্রভিডেন্সে। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে প্রোভিডেন্সে ১০, ১৩ ও ১৬ জুলাই।  

সর্বশেষ খবর