শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা
সোয়াটেক না গফ

কে গড়বেন ইতিহাস

ফ্রেঞ্চ ওপেন ফাইনাল

ক্রীড়া ডেস্ক

কে গড়বেন ইতিহাস

দারুণ একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন পোলিশ মেয়ে ইগা সোয়াটেক। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আজ তিনি মুখোমুখি হচ্ছেন মার্কিন মেয়ে কোকো গফের। জিতলে দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ট্রফি হাতে তুলবেন। পাশাপাশি ভাগ বসাবেন ভেনাস উইলিয়ামসের দারুণ এক রেকর্ডে। উইলিয়ামস পরিবারের বড় মেয়ে একবিংশ শতকের শুরুতে টানা ৩৫ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন। সেই

রেকর্ড এখনো অক্ষত। ২০১৩ সালে টানা ৩৪ ম্যাচ জিতে বড় বোনের কাছাকাছি পৌঁছলেও রেকর্ডটা নিজের করে নিতে পারেননি সেরেনা উইলিয়ামস। ইগা সোয়াটেক কী পারবেন!

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের আগে টানা ৩৪ ম্যাচ জিতেছেন ইগা সোয়াটেক। চলতি বছর পাঁচটা টুর্নামেন্টে ফাইনালে উঠে সবকটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এর মধ্যে চারটাই ছিল ডব্লিউটিএ এক হাজার সিরিজের। নাওমি ওসাকা, ওনস জাবেয়ার, অ্যারিনা সাবালেঙ্কারা পরাজিত হয়েছেন সোয়াটেকের কাছে। ১৮ বছরের মার্কিন মেয়ে কোকো গফ কী থামাতে পারবেন পোলিশ মেয়েকে! নাকি দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয় করবেন ইগা সোয়াটেক!

মেয়েদের টেনিস থেকে অ্যাশলে বার্টির অবসর এবং নাওমি ওসাকার ফর্ম না থাকায় অনেক নতুন ঘটনাই ঘটছে। নতুনরা উঠে আসছে তারকাখ্যাতি নিয়ে। এদের মধ্যে ইগা সোয়াটেকই সবার ওপরে। র‌্যাঙ্কিংয়েও তিনিই শীর্ষে আছেন। ২১ বছরের সোয়াটেক এর আগে দুইবার মুখোমুখি হয়েছেন ১৮ বছরের কোকো গফের। দুইবার জিতেছেন সোয়াটেক। গত বছর রোমে প্রথমবার মুখোমুখি হন দুজন। সেবার সোয়াটেক জিতেন ৭-৬, ৬-৩ গেমে। এরপর গতবার মিয়ামি ওপেনে ৬-৩, ৬-১ গেমে কোকো গফকে পরাজিত করেন সোয়াটেক। গত দুটি পরাজয়ের প্রতিশোধ নিতে পারবেন মার্কিন তরুণী!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর