শনিবার, ৪ জুন, ২০২২ ০০:০০ টা

রাফায়েল নাদাল ফাইনালে

ক্রীড়া ডেস্ক

লড়াইটা জমে উঠেছিল পুরোপুরি। ৩ ঘণ্টা লড়াইয়ের পরও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার লড়াইয়ে রাফায়েল নাদাল ও আলেক্সজান্দার জেভেরেভের প্রথম সেমিফাইনালের দুটি সেট শেষ হয়নি। দ্বিতীয় সেটের টাইব্রেকের আগে ইনজুরিতে পড়ে বিশ্বের ৩ নম্বর বাছাই জেভেরেভ নিজেকে সরিয়ে নেন। ফলে বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় স্পেনের নাদাল ওয়াকওভার পেয়ে ফাইনালে জায়গা নেন। প্রথম সেট নাদাল জিতেছেন টাইব্রেকে ৭-৬ (১০/৮) পয়েন্টে। পরের সেটে যখন ৬-৬, তখন ডান গোড়ালি মচকে যায় জেভেরেভের। টাইম আউট নিয়ে ডাক্তারের প্রাথমিক চিকিৎসা নিলেও খেলা সম্ভব হয়নি। ২৫ বছর বয়সী জেভেরেভ কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন। ফলে ২২তম গ্রান্ডস্লাম জয়ের জন্য ফাইনাল খেলবেন নাদাল। আগামীকাল ফাইনালে তার প্রতিপক্ষ হবে কাসপার রুদ ও মার্লিন সিলিকের জয়ী। নাদাল বর্তমানে ২১ গ্রান্ডস্ল্যাম জিতে সবার ওপরে। ২০টি করে জিতেছেন নোভাক জকোভিচ ও রজার ফেদেরা। ফ্রেঞ্চ ওপেনে এখন পর্যন্ত নাদাল শিরোপা জিতেছেন ১৩বার। ওয়াকওভার পেলেও জেবেরেভের জন্য দুঃখ প্রকাশ করেছেন ৩৫ বছর বয়সী নাদাল, ‘জেভেরেভের জন্য এটা খুবই কষ্টকর ও কঠিন সিদ্ধান্ত। টুর্নামেন্টে সে অসাধারণ খেলেছে। একজন সতীর্থ হিসেবে অসাধারণ।’

৩ ঘণ্টা লড়াই করেও আমরা দ্বিতীয় সেট শেষ করতে পারিনি। কঠিন একটি ম্যাচ ছিল।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর