সোমবার, ৬ জুন, ২০২২ ০০:০০ টা

লর্ডসের ‘লর্ড’ রুট

ক্রীড়া ডেস্ক

লর্ডসের ‘লর্ড’ রুট

অধিনায়ক হিসেবে নেতৃত্ব হারানোর পরের টেস্টেই সেঞ্চুরি করেছেন জো রুট। নেতৃত্ব হারিয়ে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই ক্যারিয়ারের ২৬ নম্বর সেঞ্চুরি করেছেন। ১১৫ রানের অপরাজিত ইনিংস ৫ উইকেটে জয় উপহার দিয়ে সিরিজে এগিয়ে নিয়েছেন রুট। সেঞ্চুরির ইনিংস খেলে টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৪তম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক গড়েছেন সাবেক অধিনায়ক। ইংল্যান্ডের হয়ে সবার আগে ১০ হাজার ক্লাবে নাম লেখান সাবেক অধিনায়ক অ্যালিয়েস্টার কুক। ১১৫ রানের ইনিংসটি খেলে লর্ডসের ‘লর্ড’ হলেন জো রুট। ১১৮ টেস্ট ক্যারিয়ারের ২৬ সেঞ্চুরির ৫টিই করেছেন লর্ডসে। ম্যাচ জেতানো ইনিংস খেলে ১১৮ টেস্টের ২১৮ ইনিংসে রান ১০০১৫ রান। সবচেয়ে বেশি রান ভারতের শচীন টেন্ডুলকারের ২০০ টেস্টে ১৫৯২১। ইংল্যান্ডের কুকের রান ১৬১ টেস্টে ১২৪৭২ রান। ১০ হাজার হাজারী ক্লাবের সদস্য ভারত ও অস্ট্রেলিয়ার ৩ জন করে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার ২ জন করে এবং একজন করে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের।

২৭৭ রানের টার্গেটে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে প্রথমবারের নেতৃত্ব দেওয়া বেন স্টোকস ও রুট জুটি বেঁধে ৯০ রান যোগ করে দলকে জয়ের ভীত দেন দুজনে। স্টোকস সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৫৪ রানে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে রুট ও বেন স্টোকস ১১০ রান যোগ করে দলকে জয় উপহার দেন। রুট ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ১৭০ বলে ১২ চারে। উইনিং শটটিও ছিল পুল শটে বাউন্ডারি। স্টোকস অপরাজিত ছিলেন ৩২ রানে। দ্বিতীয় টেস্ট নটিংহামে ১০-১৪ জুন এবং তৃতীয় টেস্ট লিডসে ২৩-২৭ জুন। লর্ডসে টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১৩২ এবং দ্বিতীয় ইনিংসে ড্যারেন মিচেলের সেঞ্চুরিতে ২৮৫ রান করে। ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১৪১ প্রথম ইনিংসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর