মঙ্গলবার, ৭ জুন, ২০২২ ০০:০০ টা

গোল নিয়েই ভাবনা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

ফুটবল গোলের খেলা। অথচ এ গোল নিয়েই যত ভাবনা বাংলাদেশের। চিন্তাটা আবার দুই দিক দিয়েই। গোল করা ও খাওয়া। আগামীকাল মালয়েশিয়ায় শুরু হচ্ছে এশিয়া কাপ বাছাই পর্বের ‘ই’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়া। উদ্বোধনী ম্যাচেই বাহরাইনের মোকাবিলা করবে জামাল ভুঁইয়ারা। পারবেন কী গ্রুপ পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে যেতে। এক কথায় বলা যায় তা অসম্ভব। বরং তিন ম্যাচ হারাটাই হবে স্বাভাবিক ঘটনা। শক্তি ও র‌্যাঙ্কিং সবদিক দিয়ে প্রতিপক্ষরা এগিয়ে।

হাভিয়ের কাবরেরা বাংলাদেশের কোচ হওয়ার পর এই প্রথম কোনো টুর্নামেন্টে খেলবে। আগের তিনটিই ছিল প্রীতিম্যাচ। কোচ আবার বাছাই পর্ব ঘিরে আশাবাদী। ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করায় আত্মবিশ্বাস বেড়ে গেছে। সোহেল রানা, আনিসুর রহমান জিকো বলেছেন, আগের যে কোনো সময়ের চেয়ে আমরা গোছানো ফুটবল খেলছি। যা বাছাইপর্বে অনুপ্রেরণা জোগাতে পারে। তাছাড়া মালয়েশিয়ায় প্রবাসী বাঙালিরা বাংলাদেশ ম্যাচ দেখবে। তারপরও কী জামালদের নির্ভার বলা যায়? হাভিয়েরের কথাতেই প্রমাণ মিলে ভয়ের শঙ্কা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। হাভিয়ের বলেন, বাহরাইন বা অন্য দুই দেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। তাই আমাদের প্রথম কাজ হবে ঘর সামলানো। ডিফেন্ডারদের সতর্ক হয়ে খেলতে হবে। এরপর বুঝে শুনে কাউন্টার অ্যাটাকে যেতে হবে। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পক্ষে গোলটা করবে কে? মানলাম হাভিয়েরা তরুণদের ওপর আস্থা রাখছেন। কিন্তু গোল করার মতো দলে কেউ আছেন কি? যারা পারেন তারা তো ইনজুরিতে দলে নেই।

সর্বশেষ খবর