বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

তামিমের ব্যাখ্যা...

‘সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনো দেড় মাসের বেশি বাকি। কিন্তু সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’

ক্রীড়া প্রতিবেদক

তামিমের ব্যাখ্যা...

তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়। ড্যাসিং ওপেনারের আন্তর্জাতিক টি-২০ খেলা না খেলা নিয়ে বিতর্ক চলছেই। কয়েকদিন আগে একটি মোবাইল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণার অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছিলেন, বিসিবি তাকে টি-২০ নিয়ে তার অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেয়নি।

তারপর এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেছেন, তামিম মিথ্যা বলেছেন! তার দাবি, তামিমের সঙ্গে টি-২০ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে।

বিষয়টি পরিষ্কার করতে গতকাল ফেসবুকে নিজের ফ্যানপেজে ব্যাখ্যা দিয়েছেন তামিম। তিনি লিখেছেন, ‘দুই দিন আগে একটি অনুষ্ঠানে আমি স্পষ্ট করে বলেছি, আমার  ঘোষণা আমি দেওয়ার সুযোগ পাচ্ছি না, অন্যরাই নানা কিছু বলে দিচ্ছে। এখানে বোর্ড কমিউনিকেট করেনি বা তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এরকম কোনো কথা আমি একবারও বলিনি।’

তামিমের ভাষ্য, ‘বোর্ড থেকে কয়েকবারই আমার সঙ্গে আলোচনা করেছে টি-২০ নিয়ে। আমি ৬ মাসের বিরতি নিয়েছি বোর্ডের সঙ্গে আলোচনা করে। এরপরও বোর্ডের সঙ্গে কথা হয়েছে কয়েক দফায়। এটা নিয়ে কোনো প্রশ্ন আমি কখনোই তুলিনি।’

সেই অনুষ্ঠানে তামিম কি বলেছিলেন, তার স্ট্যাটাসে সেটিও তুলে ধরেছেন, ‘টি-২০ নিয়ে আমার যে প্ল্যান, সেটা তো আমাকে বলার সুযোগই দেওয়া হয় না। হয় আপনারা (মিডিয়া) বলে দেন, নয়তো অন্য কেউ বলে দেয়। তো এভাবেই চলতে থাকুক। আমাকে তো বলার সুযোগ দেওয়া হয় না। এতদিন ধরে আমি ক্রিকেট খেলি, এটা ডিজার্ভ করি যে আমি কী চিন্তা করি না করি, এটা আমার মুখ থেকে  শোনা। কিন্তু হয় আপনারা কোনো ধারণা দিয়ে দেন, নয়তো অন্য কেউ এসে বলে দেয়। যখন বলেই দেয়, তখন আমার তো কিছু বলার নেই।’

আগামী অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। গত আসরে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। তাই এবার অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরও বিশ্বকাপের প্রস্তুতি অংশ। বোর্ড চাচ্ছে, যারা আগামী বিশ্বকাপে দলে থাকবেন তারা এখন থেকেই টি-২০ দলের সঙ্গে যুক্ত থাকুক। তবে তামিম আন্তর্জাতিক টি-২০ খেলবেন না বলে গত জানুয়ারিতে ছয় মাসের ছুটি নিয়েছেন। এখনো ছুটির দেড় মাস বাকি। এমন পরিস্থিতিতে তামিম বিশ্বকাপ স্কোয়াডের অংশ হবেন কিনা তা নিয়ে ধোয়াশা চলছে। তামিম তার স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ‘সময় হলে আমার সিদ্ধান্ত নিশ্চয়ই আমি জানাব। ৬ মাস হতে তো এখনো দেড় মাসের বেশি বাকি। কিন্তু  সেই সময়টার অপেক্ষা কেউ করছে না। এটাই দুঃখজনক।’

সব শেষ বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করেছেন তামিম। দারুণ একটি সেঞ্চুরিও আছে। এমন একজন ওপেনারকে বিশ্বকাপে বাংলাদেশ পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। বোর্ড চাচ্ছে তামিম বিশ্বকাপে খেলুক। তবে বিশ্বকাপে খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে হবে তা পরিষ্কার করে বলে দিয়েছেন নাজমুল হাসান পাপন।

এখন প্রশ্ন হচ্ছে, তামিম কি তার ছুটি বাদ দিয়ে উইন্ডিজ সিরিজে টি-২০ খেলবেন, নাকি বিশ্বকাপ দল থেকেই বাদ পড়বেন?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর