বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

অনুশীলনে ফিরেছে বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

অনুশীলনে ফিরেছে বসুন্ধরা কিংস

১৩ মে থেকে পেশাদার লিগ বন্ধ হয়ে যায়। লম্বা বিরতির পর ২০ জুন থেকে ফের মাঠে গড়াচ্ছে দেশের ফুটবলে মর্যাদাকর এ আসর। এর মধ্যে বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলে এসেছে। মোহানবাগানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করলেও হেড টু হেডের ফাঁদে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অস্কার ব্রুজোনের দল। জাতীয় দল এখন বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে মালয়েশিয়াতে। লম্বা বিরতিতে বিদেশিরা ছুটি নিয়ে দেশে যান। অনেকে আবার ফিরে আসেন।

২০ জুন থেকে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে দ্বিতীয় লেগের বাকি খেলাগুলো শুরু হবে। মালয়েশিয়াতে দলের বেশ কজন খেলোয়াড় থাকলেও অনুশীলন শুরু হয়ে গেছে কিংসের। অস্কার শিষ্যদের ঝালিয়ে নিচ্ছেন ভালোভাবেই। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। হ্যাটট্রিক শিরোপার মিশন। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে থাকলেও অস্কার বেশ সতর্ক। বড় বাধা অতিক্রম করতে হবে। তাই সামনে প্রতিটি ম্যাচকেই তিনি ফাইনাল মনে করছেন।

সর্বশেষ খবর