বুধবার, ৮ জুন, ২০২২ ০০:০০ টা

কাতার বিশ্বকাপে জিদানের ঢুস

ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপে জিদানের ঢুস

১৯৯৮ বিশ্বকাপ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। ফাইনালে ব্রাজিলকে নিয়ে ছেলেখেলা খেলেছে। বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান রাখেন জিনেদিন জিদান। এরপরই জিদানের নাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। হয়ে যান মহানায়ক। ২০০৬ সালে জিদানের নেতৃত্বেই ফ্রান্স ফাইনালে উঠে। দুর্ভাগ্য তাদের। এগিয়ে থেকেও ইতালির কাছে হেরে যায়। সেই ফাইনালে ম্যাচ চলাকালে জিদান ঢুস মারেন ইতালির মার্কো মাতে রাজ্জিকে। এই অপরাধে লাল কার্ডও দেখেন। পরে জিদান অভিযোগ করেন ও (মাতে রাজ্জি) আমার মা-বোনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যা আমি মেনে নিতে পারিনি।

২০১৩ সালে সে ঘটনা পুনরায় মনে করিয়ে দেয় এক ভাস্কর্য। আলজেরিয়া জন্ম নেওয়া ফেঞ্চশিল্পী আদেল আবদেস সামাদ ব্রোঞ্জের এ ভাস্কর্যটি বানান। ১৫ ফুটেরও বেশি উচ্চতার সে ভাস্কর্য কিনে নিয়েছিল কাতার জাদুঘর। ২০১৩ সালে সমুদ্রের পাশে সেটি বসানো হয়েছিল। কিন্তু ক্ষোভের মুখে দ্রুত তা সরিয়ে নেওয়া হয়। কাতার বিশ্বকাপ উপলক্ষে জিদানের সেই আলোচিত ঢুস দর্শকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। থাকবে কাতার জাদুঘরে। ইচ্ছা করলেই সবাই ভাস্কর্যটি দেখতে পারবেন।

সর্বশেষ খবর