শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২ ০০:০০ টা

হকি ফেডারেশনের দ্বন্দ্ব চরমে

ক্রীড়া প্রতিবেদক

নারী হকি ঘিরে এখন ফেডারেশনে পাল্টা-পাল্টি বক্তব্য আসছে। এশিয়ান গেমস বাছাইপর্বে নারী দল খেলছে না। অথচ প্রথমবারের মতো মেয়েদের খেলার উজ্জ্বল সম্ভাবনা ছিল। এ নিয়ে হতাশ সহ-সভাপতি সাজেদ এ এ আদেল। তার কথা ‘আমি ও আরেক সহ-সভাপতি রশিদ শিকদার এশিয়ান হকি ফেডারেশনের সদস্য। আমরা দুজন বাছাইপর্বে খেলতে সবরকম বন্দোবস্ত করে রাখি। বাছাইপর্বে আট দলের মধ্যে সেরা ছয় দলই এশিয়ান গেমসে খেলত। কিন্তু সমন্বয়হীনতার কারণে সে সম্ভাবনা ভেস্তে গেছে। সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ।’  অন্যদিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জানান, ‘নির্বাহী কমিটির সদস্যরা ভালোমতোই জানেন অলিম্পিক অ্যাসোসিয়েশন আগেই চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে এশিয়ান গেমসে হকিতে শুধু পুরুষ দলই খেলবে। তারপরও জাকার্তায় মেয়েদের বাছাইপর্ব শুরুর আগে আমি বিওএর ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে বলি, মেয়েদের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। আপনারা সিদ্ধান্ত বদল করুন। আমাকে আবারও না বলে দেয়। এখানে ফেডারেশনের কি করার আছে। অথচ এ নিয়ে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন।’

সর্বশেষ খবর