শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বাবর আজমের অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

বাবর আজমের অনন্য রেকর্ড

বিশ্বসেরা ব্যাটার কে? গত কয়েক বছর ধরে আলোচনায় উঠে আসা নামগুলো বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, কেন উইলিয়ামসন ও জো রুটের। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নাম ছিল না এই তালিকায়। অথচ পারফরম্যান্সের বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ছন্দে থাকা ব্যাটার পাকিস্তানি অধিনায়ক বাবর। দারুণ খেলছেন তিনি। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ বল হাতে রেখে ৫  উইকেটে জয়ী ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লিখেছেন বাবর। টানা ৩ ম্যাচে সেঞ্চুরির ইনিংস খেলেছেন। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে একমাত্র ক্রিকেটার হিসেবে দুবার হ্যাটট্রিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে লাহোরে ৫৭ রানের ইনিংসটি যদি সেঞ্চুরি হতো, তাহলে ওয়ানডেতে টানা ৫ সেঞ্চুরির বিরল রেকর্ড গড়তেন! কারণ আগের ম্যাচেই বার্মিংহামে ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন। গতকাল ১০৩ রানের ইনিংস খেলেন ১০৭ বলে ৯ চারে। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে প্রথমে ব্যাট করে শাই হোপের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাবরের সেঞ্চুরি এবং শেষ দিকে খুশদিল শাহের ২৩ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪১ রানে ভর করে ৪ বল হাতে রেখে জিতে যায় পাকিস্তান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর