শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের বিপক্ষে চন্দরপল-পুত্র

ক্রীড়া ডেস্ক

২১ বছরের ক্যারিয়ারে ১৬৪ টেস্ট খেলেছেন শিবনারায়ণ চন্দরপাল। ৩০ সেঞ্চুরিতে রান করেছেন ১১৮৬৭। বাংলাদেশের বিপক্ষেও টেস্ট খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক। এবার তার ছেলে তেজনারায়ণ চন্দরপালও হয়তো টেস্ট খেলতে পারেন! বাংলাদেশের বিপক্ষে এন্টিগা টেস্টের যে স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড, তাতে রিজার্ভ বেঞ্চে নাম রয়েছে তেজনারায়ণের। ১৬-২০ জুন এন্টিগায় প্রথম টেস্ট। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। টাইগারদের বিপক্ষে স্কোয়াডে নেই ইনজুরির জন্য কেমার রোচ, অভিজ্ঞ ফাস্ট বোলার শ্যানন গ্যাব্রিয়েল। অবশ্য ফিটনেস পরীক্ষায় পাস করলে স্কোয়াডের ১৩ নম্বর ক্রিকেটার হিসেবে সুযোগ পাবেন রোচ। বাবা চন্দরপালের মতোই ধীরস্থির ব্যাটিং করেন তেজনারায়ণ। ২৬ বছর বয়সী চন্দরপাল ৪৮ প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন ৪টি। তার উপর চলতি ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর ২ ম্যাচে সেঞ্চুরি করেন তেজনারায়ণ।

এন্টিগা টেস্টের স্কোয়াড: ক্রেইগ ব্রেথওয়েইট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, জশুয়া দ্য সিলভা, আলজারি  জোসেফ, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রিফার, জেডেন সিলস ও ডেভন টমাস।

রিজার্ভ: তেজনারায়ণ চন্দরপল ও শারমন লুইস।

সর্বশেষ খবর