শুক্রবার, ১০ জুন, ২০২২ ০০:০০ টা

প্রথম শ্রেণির ক্রিকেটে মুম্বাইয়ের বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রথম শ্রেণির ক্রিকেটে জয়ের বিশ্বরেকর্ড গড়েছে মুম্বাই। কর্নাটক ক্রিকেট স্টেডিয়ামে রঞ্জি ট্রফির কোয়ার্টারে গতকাল উত্তরখন্ডকে ৭২৫ রানের আকাশসমান ব্যবধানে হারিয়েছে মুম্বাই। ম্যাচের চতুর্থ দিন ৭৯৫ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রানে অলআউট হয়েছে উত্তরাখন্ড। এর আগে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের বিশ্বরেকর্ড ছিল নিউ সাউথ ওয়েলসের। ১৯২৯-৩০ মৌসুমে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস ৬৮৫ রানে হারিয়েছিল কুইন্সল্যান্ডকে। ওই ম্যাচে ৪৫২ রান করেছিলেন স্যার ডন ব্রাডম্যান। টেস্টে ১৯২৮ সালে ব্রিসবেন টেস্টে ইংল্যান্ডের কাছে ৬৭৫ রানে হেরেছিল অস্ট্রেলিয়া। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাইয়ের প্রথম ইনিংসে সংগ্রহ ৮ উইকেটে ৬৪৭ রান।

প্রথম ইনিংসে উত্তরখন্ড গুটিয়ে যায় ১১৪ রানে। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৬১ রান তুলে ইনিংস ঘোষণা করে মুম্বাই। ৭৯৪ রানের লিড নেয় দলটি।

সর্বশেষ খবর