শনিবার, ১১ জুন, ২০২২ ০০:০০ টা

বার্সাকে বাঁচাতে প্রয়োজন ৫ হাজার কোটি

ক্রীড়া ডেস্ক

আর্থিক সংকটে বার্সেলোনা। এটা বেশ পুরনো খবর। ঋণের বোঝা মাথায় নিয়ে তারা দলবদলেও অংশ নিতে পারছে না। প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা ঋণ রয়েছে কাতালান ক্লাবটির। শক্তিশালী দল গঠন করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। এই পরিস্থিতি বদলে যাবে জানিয়েছেন বার্সেলোনার সহসভাপতি এডুয়ার্ডো রোমেউ। স্প্যানিশ পত্রিকা স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ৫০০ মিলিয়ন ইউরো (প্রায় ৫ হাজার কোটি টাকা!) পেলেই বার্সেলোনার দিন বদলে যেতে পারে। ঋণ থেকে ঘুরে দাঁড়াতে আয়ের কিছু পথও বের করেছে বার্সা। সুইডিশ মিউজিক স্ট্রিমিং প্রতিষ্ঠান স্পটিফাইয়ের সঙ্গে চার বছরের চুক্তিতে ২৮ কোটি ইউরো পাবে বার্সা।

সর্বশেষ খবর