রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপে অফসাইড ধরবে রোবট

বিশ্বকাপে অফসাইড ধরবে রোবট

অনেক সময়ই অফসাইডের সিদ্ধান্ত ভুল হওয়ায় প্রতিপক্ষ গোল পেয়ে যায়। ম্যাচের জয়-পরাজয় নির্ধারিত হয়ে যায় লাইন্সম্যানের একটা ভুলেই। এই ভুল থেকে বাঁচতেই অভিনব পদ্ধতির কথা ভাবছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কাতার বিশ্বকাপে অফসাইড ধরার জন্য রোবট নিয়োগ করার কথা ভাবছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফ্যান্টিনো। এরই মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং আরব কাপে রোবট লাইন্সম্যান পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে ফিফা। এতে সফলতাও মিলেছে। অফসাইড ধরার জন্য রোবট লাইন্সম্যানের মধ্যে ২৯টি ক্যামেরা ফিট করা থাকবে।

এটাকে সেমি-অটোমেটেড সিস্টেম বলছে ফিফা।

সর্বশেষ খবর