মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা
স্কুল ক্রিকেট

চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন রংপুর শিশু নিকেতন

এক সময় কয়েক হাজার স্কুল অংশ নিত স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে। এখন আর স্কুলের সংখ্যা হাজার পেরোয় না। স্কুল ক্রিকেটে এবার অংশ নিয়েছে সারা দেশের ৩৪৮ স্কুল। অংশ নিয়েছেন প্রায় ৭ ক্রিকেটার। চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাই স্কুল। রংপুরের স্কুলটিকে দেশ সেরা করেছেন লেগ স্পিনার শাইখ ইমতিয়াজ শিহাব। রংপুর শিশু নিকেতন চ্যাম্পিয়ন হয়েছে ৫৯ রানে মেহেরপুর সরকারি হাই স্কুলকে হারিয়ে।    

নারায়ণগঞ্জ শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ধীরগতির উইকেটে রান করতে কষ্ট হয়েছে ব্যাটারদের। প্রথমে ব্যাট করে রংপুর শিশু নিকেতন ৩৭.১ ওভারে অলআউট হয় ১০২ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন তেজান। মেহেরপুরের পক্ষে  অফ স্পিনার আরাফাত আমান রিয়ান ১০ ওভারে মাত্র ৯ রানের খরচে নেন ৪ উইকেট। টার্গেট মামুলী  ১০৩ রান। ওভার প্রতি ২ রানের সামান্য বেশি। কিন্তু সেই রানটিও করতে পারেনি শিহাবের বিধ্বংসী লেগ স্পিনে। ৫ ওভারের স্পেলে ১৪ রানের খরচে নেন ৫ উইকেট। শিহাবের প্রথম উইকেট গুগলিতে। দ্বিতীয় উইকেট নেন টার্নে পরাস্ত করে। পরে এক ওভারে নেন দুই উইকেট। সব মিলিয়ে ৫ ওভারের স্পেলে নেন ৫ উইকেট। গোটা টুর্নামেন্টেই দুর্দান্ত বোলিং করেন শিহাব। আসলে তার উইকেট ৩৩টি এবং বল হাতে ১৩৬ রান। টুর্নামেন্ট সেরা হয়েছেন তিনি। সেমিফাইনালে তিনি নেন ৪ উইকেট। টুর্নামেন্টে সেরা বোলিং ১৮ রানে ৮ উইকেট।  

সংক্ষিপ্ত স্কোর

রংপুর শিশু নিকেতন হাই স্কুল

১০২/১০, ৩৭.১ ওভার (প্রিতম ৫, সৈকত ৭, তেজান ২৮, আবির ৭, শ্রাবণ ১, সাদ ১৫, আল আমিন ১, শিহাব ০, সাকিব ৯, রেশাদ ১৪, শুভ ১*। জিহান ৪-০-২৩-১, শফিক ৪-১-১৪-০, সোহান আবেদিন ৪.১-০-২১-২, সোহানুর রহমান ১০-১-২৩-২, রিয়ান ১০-৫-৯-৪, ইউসুফ ৫-০-১২-১)।

মেহেরপুর সরকারি হাইস্কুল

৪৩/১০, ২০.২ ওভার  (হাসিবুল ০, হিমেল ১২, পারভেজ ০, আলিফ ৭, পিয়াস ৫, রিয়ান ৬, সোহানুর ১, সোহান ২, জিহান ৪, শফিক ৩*, ইউসুফ ০। শুভ ৪-১-৯-২, রেশাদ ২-১-৪-০, তেজান ৩-০-৪-১, সাকিব ৬.২-২-১২-১, শিহাব ৫-০-১৪-৫)।

ফল : রংপুর শিশু নিকেতন হাইস্কুল ৫৯ রানে জয়ী

ম্যান অব দ্য ফাইনাল ও টুর্নামেন্ট : শাইখ ইমতিয়াজ শিহাব

সর্বশেষ খবর