মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

অ্যান্ডারসনের ৬৫০

ক্রীড়া ডেস্ক

অ্যান্ডারসনের ৬৫০

টম ল্যাথামকে বোল্ড করে রেকর্ড বুকে নাম লিখেছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬৫০ উইকটে নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার। তার উপরে রয়েছেন দুই লিজেন্ড স্পিনার মুত্তিয়া মুরলীধরন ও কিছুদিন আগে মারা যাওয়া শেন ওয়ার্ন। ১৭১ টেস্টে অ্যান্ডারসনের উইকেট ৬৫০টি। ১৩৩ টেস্টে শ্রীলঙ্কার অফ স্পিনার মুরলিধরনের উইকেট ১৩৩ টেস্টে ৮০০ এবং অস্ট্রেলিয়ার ওয়ার্নের উইকেট ১৪৫ টেস্টে ৭০৮টি। ইংল্যান্ডের আরেক পেসার স্টুয়ার্ট ব্রডের উইকেট ১৫৪ টেস্টে ৫৬৩টি। অ্যান্ডারসনের রেকর্ড গড়া নটিংহাম টেস্টটি ধীরে ধীরে ড্রয়ের পথে এগোচ্ছে। ড্যারেন মিচেলের ১৯০ ও  টম ব্লান্ডেলের ১০৬ রানে ভর করে ৫৫৩ রান করে নিউজিল্যান্ডে প্রথম ইনিংসে। জবাবে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ প্রথম ইনিংসে ৫৩৯ রান। সাবেক অধিনায়ক জো রুট করেছেন ১৭৬ রান। যা তার ২৭ নম্বর সেঞ্চুরি। ওলি পোপ করেছেন ১৪৫ রান। বাঁ হাতি সুইং বোলার ট্রেন্ট বুল্ট ৫ উইকেট নেন ১০৬ রানের খরচে। ১৪০ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত অধিনায়ক টম ল্যাথামের উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করেছে। এগিয়ে রয়েছে ১০৯ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর