মঙ্গলবার, ১৪ জুন, ২০২২ ০০:০০ টা

এবার নারী লিগে বিদেশি ফুটবলার

ক্রীড়া প্রতিবেদক

ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কায় নারী ফুটবল লিগে বিদেশিরা খেলছেন। বাংলাদেশের সাবিনা খাতুন মালদ্বীপ ও ভারতে লিগ খেলে মাঠ কাঁপিয়েছেন। ইন্দোনেশিয়া থেকেও তার অফার ছিল। যাক এবার বাংলাদেশের নারী লিগেও বিদেশি ফুটবলার খেলার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাফুফে। লিগের আকর্ষণ বাড়াতেই এ উদ্যোগ। টানা দুইবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের পাশাপাশি পেশাদার লিগ খেলা শীর্ষস্থানীয় দলগুলো নারী লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছে। বসুন্ধরা কিংসের এবার হ্যাটট্রিক শিরোপার মিশন। তাই শক্তিশালী দল ধরে রাখবে এটাই স্বাভাবিক। সে সঙ্গে বিদেশি ফুটবলারের অনুমতি পেলে দলটি মানসম্পন্ন খেলোয়াড় আনবে এটা নিশ্চিত। ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, প্রতিবারই শোনা যায় শীর্ষস্থানীয় ক্লাবগুলো নারী লিগে খেলবে। এবার যদি তা সত্যি হয় লিগের জৌলুস বাড়বে এ নিয়ে সংশয় নেই।

সর্বশেষ খবর